"আমার একটা সংস্কৃতির মধ্যে বড়ো হয়েছি, আমাদের অবস্থার প্রতিবাদ করতে হবে'':শাবানা
হাইলাইটস
- "আমার একটা সংস্কৃতির মধ্যে বড়ো হয়েছি'': শাবানা
- অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ উপস্থিত ছিলেন
- "আমরা গঙ্গা- যমুনার দেশের মানুষ'': শাবানা
ইন্দোর: বলিউড অভিনেত্রী শাবানা আজমী রবিবার জানিয়েছেন, আজকাল সরকারের সমালোচনা করলেই, তাদের রাষ্ট্র বিরোধী তকমা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশবাসীর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো কিছু প্রমাণের জন্য উপযুক্ত প্রমাণেরও দরকার নেই। ইন্দোরের একটি অনুষ্ঠানে তাঁকে মহিলাদের জন্য তিনি যে কাজ করেছেন তার জন্য পুরস্কৃত করা হয়, সেই অনুষ্ঠানে এসেই নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।
শাবান বলেন, ''আমাদের দেশের ভালো দিক গুলি তুলে ধরার জন্য, তার খারাপ গুলি অদেখা করলে চলবে না। আমরা যদি খারাপ দিক গুলি অদেখা করি, তাহলে পরিবর্তন আসবে কীভাবে ? আজকাল এমন মহল তৈরী হয়েছে, যাতে করে আপনি যদি কোনো কিছুর বিরোধিতা করেন বা যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনাকে রাষ্ট্র বিরোধী তকমা দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য ভয় পাবেন না। '' তিনি আরোও জানিয়েছে, ''আমরা গঙ্গা- যমুনার দেশের মানুষ, আমরা জানি আমাদের দেশ কত সুন্দর। আর সেই দেশে যদি লোকেদের মধ্যে এমন ভেদাভেদের সৃষ্টি করা হয়, তাহলে সেটা কখনই ঠিক নয়। ''
এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ ও তাঁর স্ত্রী অমৃতা সিংহও উপস্থিত ছিলেন। দিগ্বিজয় সিংহ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত এবং বর্তমান বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সম্পর্কে সমালোচনা করে বলেছেন, ''আজ মহাত্মা গান্ধীকে যে হত্যা করেছিল, তাকে দেশভক্ত বলে সম্মান জানানো হচ্ছে।'' তিনি আরোও বলেন, ''এমন খবরও কানে এসেছে যে, নাথুরাম গডসের মূর্তি বানানো হচ্ছে। এই ঘটনার কোনো প্রতিবাদ কি আমরা করতে পারি না ?'' দিগ্বিজয় সিংহ জানিয়েছে, ভুয়ো খবর জঙ্গি হানার চেয়ে বিপদ জনক হয়ে উঠেছে। যার ফলে চারদিকে জুড়ে শত্রুতা ও ঘৃণার পরিবেশের সৃষ্টি হয়েছে।