NEET PG 2019, NEET MDS 2019 পরীক্ষার সূচী ঘোষণা করা হল।
নিউ দিল্লী: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন (NBE) তরফে MCQ পদ্ধতিতে NEET PG 2019 এবং NEET MDS 2019 পরীক্ষার সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ডিসেম্বর 2018/ জানুয়ারি 2019-এ পরীক্ষাটি সূচিত হবে বলে জানা গেছে। NBE ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এনট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (NEET-PG), NEET MDS, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন FMGE এবং DNB পোস্ট ডিপ্লোমা CET (DNB-PDCET) ইত্যাদি পরীক্ষার আয়োজনের সঙ্গে যুক্ত।
NEET MDS 2019 পরীক্ষা সুচিত হবে আগামী 14ই ডিসেম্বর 2018। FMGE 2019 ও DNB-PDCET 2019 পরীক্ষাও সূচিত হবে আগামী 14ই ডিসেম্বর 2018 তারিখে। NEET PG 2019 পরীক্ষা সূচিত হবে আগামী 6ই জানুয়ারি 2019 তারিখে।
NEET-PG 2019 এবং NEET-MDS 2019 পরীক্ষা একই দিনে একবার আয়োজিত হবে।
NBE তরফে তাদের ওয়েবসাইট www.nbe.edu.in-এ 2018 সালের অক্টোবর মাস থেকে পরীক্ষার যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।
পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে এবং কম্পিউটারে। পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা শুরু করা যাবে অক্টোবর মাস থেকে।