প্রয়াত স্ত্রী কমলা নেহরুর স্মৃতিতেই জওহরলাল সবসময় তাঁর কোটে ফুল রাখতেন।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে সবসময়ই তাঁর জ্যাকেটে একটি গোলাপ গুঁজে রাখতে দেখা যেত। কিন্তু এর কারণ কী? অনেকেই বলেন লাল গোলাপ নেহেরুর প্রিয় ফুল বলেই নিজের কাছে রাখতেন সবসময়। ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছে কংগ্রেস, জ্যাকেটে গোলাপ ফুল গুঁজে রাখার আসল কারণও ব্যখ্যা করেছেন কংগ্রেস কর্তৃপক্ষ। গতকাল রোজ ডে উপলক্ষ্যে একটি ছবিটি শেয়ার করেছে কংগ্রেস যাতে দেখা যাচ্ছে লাল গোলাপ বুকে গুঁজে রেখেছেন জওহরলাল নেহেরু। কংগ্রেস জানিয়েছে, ১৯৩৮ সালে মারা যান নেহেরুর স্ত্রী কমলা। প্রয়াত স্ত্রী কমলা নেহরুর স্মৃতিতেই জওহরলাল সবসময় তাঁর কোটে ফুল রাখতেন।
হুবহু অনুষ্কা শর্মা! জেনে নিন এই ভাইরাল ছবির চরিত্রের আসল পরিচয় কী
পোস্টে কংগ্রেস লিখেছে, “জওহরলাল নেহেরু তাঁর স্ত্রী কমলা নেহরুর স্মৃতিতেই বুকে একটি গোলাপ রাখতেন। ১৯৩৮ সালে দীর্ঘ রোগভোগের পরে মারা যান কমলা নেহেরু।”
পুরনো এই ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষ ছবিটি ‘লাইক' করেছেন। মন্তব্য বিভাগে একজন ব্যক্তি লিখেছেন, “শ্রদ্ধা, ভালোবাসা এবং শান্তি”। অন্য ব্যক্তিরাও ছবিতে নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
চপ্পলেই নিজস্বীর সুখ? মন ভালো করা এই ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল
এই প্রথম যে কংগ্রেস স্মৃতির অ্যালবাম খুঁড়ে পুরনো ছবি বের করেছে তা নয়। অন্য আরেকটি পুরনো ছবিও তাঁরা শেয়ার করেছেন। সোনিয়া গান্ধীর একটি পুরনো ছবি শেয়ার করে কংগ্রেস লিখেছিল, ‘রাজীব গান্ধীর ক্যামেরায় সোনিয়া গান্ধী'।
জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধীর ভদ্রের রাজনৈতিক অভিষেকের একদিন পরেই কংগ্রেস একটি সাদা কালো ছবিও প্রকাশ করে। ছবিতে তাঁর ঠাকুমা এবং পণ্ডিত নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে।
Click for more
trending news