தமிழில் படிக்க Read in English
This Article is From Dec 28, 2018

'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এ নিষেধাজ্ঞা নয়, জানাল মধ্যপ্রদেশ কংগ্রেস

"ছবিটা এতটাই গুরুত্বহীন যে আমরা তা নিয়ে কথাই বলতে চাই না। আমরা প্রতিবাদ বা বিক্ষোভ দেখিয়ে ছবিটিকে কোনও অপ্রয়োজনীয় প্রচার লাভ করতে দিতে চাই না", বলেন কংগ্রেসের মিডিয়া-ইন চার্জ নরেন্দ্র সালুজা। 

Advertisement
অল ইন্ডিয়া

ছবিটির ট্রেলারে দেখা যাচ্ছে কংগ্রেস নেতৃত্বের দেওয়া 'চাপ' সহ্য করছেন মনমোহন

নিউ দিল্লি:

'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এর ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না তাদের রাজ্যে। জানিয়ে দিল মধ্যপ্রদেশ কংগ্রেস। সঞ্জয় বারুর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের এই জীবনীটি প্রকাশের পর থেকেই বিতর্কের সম্মুখীন হয়৷ ওয়াকিবহালমহলের মতে, গান্ধী পরিবারের নেতৃত্বের কংগ্রেসকে অত্যন্ত 'হীন'-চোখে দেখানো হয়েছে এই জীবনীটিতে। একজন কংগ্রেস নেতা ইতিমধ্যেই ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানান এবং সেই ব্যাপারে ছবির পরিচালক ও প্রযোজকদের চিঠিও দেন৷ যদিও, মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র  সাফ জানিয়ে দেন, কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না ছবিটির ওপর। তেমন কোনও দাবিও জানায়নি কেউ। 

"ছবিটা এতটাই গুরুত্বহীন যে আমরা তা নিয়ে কথাই বলতে চাই না। আমরা প্রতিবাদ বা বিক্ষোভ দেখিয়ে ছবিটিকে কোনও অপ্রয়োজনীয় প্রচার লাভ করতে দিতে চাই না", বলেন কংগ্রেসের মিডিয়া-ইন চার্জ নরেন্দ্র সালুজা। 

এই বিষয়ে 'ভূয়ো খবর' রটানোর জন্য টুইট করে বিজেপিকে একহাত নেন কংগ্রেসের রণদীপ সিংহ সূর্যেওয়ালা।

Advertisement

 

 

Advertisement