বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী।
কাঠমান্ডু: নেপালে বুধবার এক ভয়াবহ দুর্ঘটনায় হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল নেপালের পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারী সহ মোট সাতজনের। আজ এই খবর জানায় সংবাদসংস্থা এএনআই। নেপালের তেহরাতুম জেলায় ঘটে এই দুর্ঘটনাটি। ওই হেলিকপ্টারটিতে নেপালের পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারী ছাড়াও আরও যে ছ'জন ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- অ্যাং শেরিং শেরপা, যুবরাজ দাহাল, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা ওলি'র আপ্তসহায়ক এবং বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠা, যিনি নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল। জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এই হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট বাদেই পাথিবারা এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।
ভারত-পাক লড়াইয়ের মাঝেই ২০ মিনিটের উচ্চ পর্যায়ের বৈঠক রাজনাথের, সঙ্গে অজিত ডোভাল
এই দুর্ঘটনার পরেই অতি জরুরি ভিত্তিতে নেপালের প্রধানমন্ত্রীর বালুয়াতরের সরকারি বাসভবনে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়।
নেপালে বিশ্বের অন্যতম দুর্গম ও বিপজ্জনক রানওয়ে রয়েছে। খুব অভিজ্ঞ বিমানচালকদেরও যেখানে প্রায়শই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।