নেস ওয়াদিয়াকে গত মার্চ মাসেই উত্তর জাপানের নিউ চিতোসে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল
নিউ দিল্লি: ভারতের অন্যতম বর্ধিষ্ণু ব্যবসায়িক পরিবারের উত্তরাধিকার তথা শিল্পপতি নুসলি ওয়াদিয়ার পুত্র নেস ওয়াদিয়াকে জাপানে ছুটিতে যাওয়ার সময় মাদক সঙ্গে রাখার কারণে শাস্তি দেওয়া হল। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২৮৩ বছরের পুরনো বিখ্যাত ওয়াদিয়া গ্রুপের উত্তরাধিকার এবং কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালিক নেস ওয়াদিয়াকে গত মার্চ মাসেই উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের নিউ চিতোসে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয় হোক্কাইডো স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ চিতোসে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা নেস ওয়াদিয়ার ট্রাউজারের পকেট থেকে ২৫ গ্রাম মাদক উদ্ধার করেন। এই উদ্ধারকার্যে তাঁদের সবথেকে বেশি সাহায্য করেছিলেন কয়েকটি স্নিফার ডগ।
শাস্তি পেয়েও নিশ্চিন্তে দায়িত্ব পালন করবেন ড্রাগ পাচারে অভিযুক্ত নেস ওয়াদিয়া
বম্বে ডাইং, বম্বে বর্মন ট্রেডিং, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিস থেকে শুরু করে বিমানসংস্থা 'গোএয়ার' সবই ওয়াদিয়াদের ব্যবসার অন্তর্গত। কিংস ইলেভেন পাঞ্জাব দলেও শেয়ার রয়েছে তাঁদের। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ ১৩ বিলিয়ন ডলারেরও বেশি।
সাপোরোর আদালতের এক কর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানান, নেস ওয়াদিয়া জানিয়েছেন, ওই মাদক তিনি তাঁর ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করছিলেন।
প্রসঙ্গত, জাপানের মাদক আইন অত্যন্ত কড়া। ইদানিং, তা আরও কড়া করা হয়েছে।
মার্চ মাসের ২০ তারিখ থেকেই জেল হেফাজতে ছিলেন নেস ওয়াদিয়া।
সাপোরোর জেলা আদালত তাঁকে দু'বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছে বলে জানা গিয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)