This Article is From Mar 01, 2019

“ভারত, পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর দেশের স্বীকৃতি দেওয়া হবে না” বলল চিন

বেজিং এ সংবাদমাধ্যমে বিবৃতিতে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, “ভারত ও পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর দেশের স্বীকৃতি দেবে না চিন”।

“ভারত, পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর দেশের স্বীকৃতি দেওয়া হবে না” বলল চিন

৪৮ সদস্যের পরমাণু সরবরাহ গোষ্ঠীতে(NSG) ভারতের অন্তভুর্ক্তিতে বাধা চিন।(ফাইল ছবি)

বেজিং:

ভারত ও পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর দেশের স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দিল চিন, এবং ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক অসফল হওয়ার পর তাদেরও এই ধরণের স্বীকৃতি দিতে রাজি নয় চিন।

বেজিং এ সংবাদমাধ্যমে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, “ভারত ও পাকিস্তানকে কখনই পরমাণু শক্তিধর দেশের স্বীকৃতি দেবে না চিন”।

ফিরে আসছেন অভিনন্দন বর্তমান,আট্টারি-ওয়াঘায় বাতিল রিট্টিট

ভারত ও পাকিস্তানের মতো উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসাবে দেওয়া হবে কিনা, তার জবাব দেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র। নন-প্রোলিফেরাশেন(NPT) চুক্তিতে সাক্ষর না করায় পরমাণু সরবরাহ গোষ্ঠীতে(NSG) ভারতের অন্তর্ভুক্তিতে বাধা রয়েছে চিনের।

সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে, ওআইসির সভায় দাবি সুষমার

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির জন্য ভারতের পরেই আবেদন করে চিনও।তবে দুটি ধাপের দাবি তোলে চিন, তাদের বক্তব্য এই গোষ্ঠীতে যেতে হলে আগে এনপিটি(NPT) নীতি তৈরি করতে হবে এবং তারপর সংশ্লিষ্ট গোষ্ঠীতে ঢোকার আবেদন করতে হবে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.