Read in English தமிழில் படிக்க
This Article is From Dec 13, 2018

বাজপেয়ীর ছবি সম্বলিত একশো টাকার কয়েন বাজারে আসছে

বাজারে  আসছে  একশো  টাকার কয়েন। তাতে  থাকছে  প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ছবি।

Advertisement
অল ইন্ডিয়া

স্বাধীনতা দিবসের পর দিন  চির তরে অতীত হয়ে যান অটল।

Highlights

  • কয়েনের একদিকে থাকবে অটল বিহারী বাজপেয়ীর ছবি
  • সেখানেই প্রয়াত প্রধানমন্ত্রীর জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করা থাকবে
  • এ বছরের ১৬ অগাস্ট ৯৩ বছর বয়সে প্রয়াত হন অটল
নিউ দিল্লি :

বাজারে  আসছে  একশো  টাকার কয়েন। তাতে  থাকছে  প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ছবি। মোট ৩৫ গ্রামের এই কয়েনটি খুব তাড়াতাড়ি বাজারে  আসতে  চলেছে  বলে  মনে করা হচ্ছে। মুদ্রার একদিকে থাকবে  বাজপেয়ীর ছবি। একই সঙ্গে  তাতে তাঁর জন্মসাল (১৯২৪) ও মৃত্যু সাল (২০১৮) উল্লেখ করা  থাকবে। অটলের নাম লেখা  হবে  সংস্কৃত অক্ষরে। অশোক চক্র থাকবে অন্যদিকে। পাশাপাশি সত্যমেব জয়তে কথাটিও লেখা হবে কয়েনে।

স্বাধীনতা দিবসের পর দিন  চির তরে অতীত হয়ে যান অটল। বয়স হয়েছিল  ৯৩। দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু হয় তাঁর।

          

Advertisement

প্রত্যাশামতো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রশেখর রাও

 

Advertisement

 মোট তিন বার  প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল। ১৯৬৬ সালে প্রথমবার মাত্র  ১৩ দিনের জন্য সরকার চালান  তিনি। দু'বছর বাদে আবার সরকার গড়ে ১৩ মাস  প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেবার এক ভোটে পড়ে যায় তাঁর সরকার। পরের সাধারণ নির্বাচনে  জিতে  পূর্ণ সময়ের জন্য  প্রধানমন্ত্রী পদে শপথ নেন  বাজপেয়ী। তাঁর মৃত্যুর পর শ্রদ্ধা  জ্ঞাপন করতে নানা পথ  অবলম্বন  করা হয়েছে। হিমালয়ের একটি শৃঙ্গকে তাঁর স্মৃতিউ উদ্দেশে  উৎসর্গ করা হচ্ছে। এছাড়া  ছত্তিশগড়ের নয়া রায়পুরের নাম হয়েছে  অটল  নগর। এর পাশাপাশি দেরাদুন বিমান বন্দরেরও নাম হচ্ছে অটলের নামে।  লখনউয়ের হজরত গঞ্জ চৌরাহার নতুন নামেও থাকবে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতি।           

 

Advertisement