চার লেনের এই নতুন ব্রিজের মোট প্রস্থ হবে ১৫ মিটার
কলকাতা: গত সেপ্টেম্বর মাসে আচমকা ভেঙে পড়েছিল দক্ষিণ কলকাতার অতি গুরুত্বপূর্ণ মাঝেরহাট ব্রিজ। তারপর থেকে তারাতলা থেকে ডায়মন্ড হারবার রোড সংলগ্ন সমস্ত এলাকার বাসিন্দারাই পড়েছিলেন মহাবিপাকে। ব্রিজ ভেঙে যাওয়ার পরে পরেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে, খুব তাড়াতাড়িই বানিয়ে দেওয়া হবে নতুন ব্রিজ। কিন্তু ঘটনার প্রায় আড়াই মাস পরেও সেই নতুন ব্রিজের কোনও চিহ্ন নেই। তাই কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছিল সাধারণ মানুষের। আজ মঙ্গলবার সেই দুশ্চিন্তার ভাঁজ কিঞ্চিৎ কাটানোর মতোই একটি ঘোষণা করল পুর দফতর। ওই দফতরের এক পদস্থ কর্তা জানান, রাজ্য সরকার ঠিক করেছে মাঝেরহাট ব্রিজের স্থানে একটি কেবল দেওয়া ব্রিজ বানাবে। যেমনটা এই শহরের মানুষ দেখেছে বিদ্যাসাগর সেতুর ক্ষেত্রে। এই নতুন ব্রিজের জন্য রাজ্য সরকার মোট ১৯৯ কোটি টাকা অনুমোদন করেছে। এর আগে মাঝেরহাট ব্রিজের নতুন অংশের ক্ষেত্রে যত অর্থ অনুমোদন করার কথা হয়েছিল, তার থেকে ২১ কোটি টাকা বেশি বলে জানান ওই কর্তা।
চার লেনের এই নতুন ব্রিজের মোট প্রস্থ হবে ১৫ মিটার। এক-একটি লেনের প্রস্থ ৩.৫ মিটার। যদিও, মেট্রো প্রকল্পের কাজের কারণে এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না কারও পক্ষেই যে, ঠিক কতটা মাপ রাখা হবে প্রত্যেক লেনের জন্য।
পুর দফতরের ওই কর্তা জানান, "এই বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে। ব্রিজের লেনগুলোর মাপ নিয়ে কিছু বাধ্যবাধকতার কারণে আমরা একা সিদ্ধান্ত নিতে পারব না"।
এই নতুন কাঠামোর কাজ শুরুর আগে রাজ্য সরকারকে রেলের থেকেও অনুমতি নিতে হবে। জানা গিয়েছে, সরকার এই নিয়ে ইতিমধ্যেই দিল্লির সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় মৃত্যু হয় তিনজনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে নতুন ব্রিজ। যদিও, লক্ষ্যে পৌঁছানোর জন্য যে এই সময়টি যথেষ্ট নয়, তা স্পষ্ট জানিয়ে দেন পুরকর্তা।