This Article is From Apr 04, 2019

কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ নিলেন রাধাকৃষ্ণন

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন। বৃহস্পতিবারই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন।

কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসাবে শপথ নিলেন রাধাকৃষ্ণন

প্রথামতোই হাইকোর্টে তাঁকে শপথ নেওয়ান পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

কলকাতা:

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন। বৃহস্পতিবারই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন। প্রথামতোই হাইকোর্টে তাঁকে শপথ বাক্য পাঠ করান  রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।  শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের অন্যান্য বিচারপতি এবং বর্ষীয়ান আইনজীবীরাও। ২০১৮ সালের ৭ জুলাই থেকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন টি বি এন রাধাকৃষ্ণন। ২০০৪ সালের ১৪ অক্টোবর কেরালা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন তিনি। তাঁর কেরিয়ার শুরু হয় কেরালা থেকে। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর। পাঁচ বছর ধরে তিরুঅনন্তপুরমে প্র্যাকটিস করার পর তিনি ১৯৮৮ সালে কেরালা হাইকোর্টের যোগ দেন।

আইনের বিভিন্ন শাখার মামলা লড়ার ব্যাপারে সেইসময় খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.