এই ঘটনার তদন্তে ইউনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
উন্নাও, উত্তরপ্রদেশ: উন্নাওয়ের ধর্ষণ কাণ্ড প্রথম বার সামনে আসে একটা বিক্ষোভ ও আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে। নির্যাতিতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে পুলিশ। এবার প্রায় সেই একই ধরনের ঘটনার সাক্ষী থাকল মুখ্যমন্ত্রীর বাসভবন। জানা গিয়েছে শনিবার এখানে আসেন নির্যাতিতার বাবার খুনের ঘটনার প্রধান সাক্ষী ইউনিসের পরিবার। বছর তিরিশের ইউনিসও কয়েকদিন আগে মারা যায়। অভিযোগ তাকেও খুন হতে হয়েছে। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসে পরিবার। বাধা পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে পরিবারকে উন্নাও পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে মৃত ইউনিসের দেহ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআইয়ের অনুমতি ছাড়াই কবর থেকে তোলা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দেহের ভিসেরা পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। যদিও ইউনিসের পরিবার এই ব্যাপারটার পক্ষে ছিল না। ভাই জান মহম্মদ জানিয়েছেন, "আমাদের উপর চাপ তৈরি করে প্রশাসন দেহ কবর থেকে বের করে এনেছে। এই ঘটনার তদন্তে ইউনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।"