This Article is From May 19, 2020

লাগবে না ভ্যাকসিন, এই ওষুধেই পরাজিত হবে করোনা! দাবি চিনের গবেষণাগারের

এখনও পর্যন্ত সারা বিশ্বে ‌করোনায় সংক্রমিত ৪৮ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৩,১৫,০০০।

লাগবে না ভ্যাকসিন, এই ওষুধেই পরাজিত হবে করোনা! দাবি চিনের গবেষণাগারের

চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওষুধটি পরীক্ষা করে দেখছেন।

বেজিং:

গোটা বিশ্বেই জারি করোনা ভাইরাসের (Coronavirus) ত্রাস। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লক্ষ। এর থেকে পরিত্রাণ পেতে নানা দেশই চেষ্টা করছে করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে। এরই মধ্যে চিনের (China) এক গবেষণাগারে তৈরি হয়েছে এক ওষুধ। এই গবেষণাগারের দাবি, ওষুধটি করোনা মহামারীর (Coronavirus Pandemic) প্রকোপ রুখে দেওয়ার ক্ষমতা রাখে। চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওষুধটি পরীক্ষা করে দেখছেন। গবেষকদের দাবি, এই ওষুধ কেবল করোনা সংক্রমিত ব্যক্তিকে সুস্থ করে তুলতেই সাহায্য করে না। এটি স্বল্প সময়ে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও দেয়।

বিশ্ববিদ্যালয়ের ‘বেজিং অ্যাডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিওনমিক্স'-এর নির্দেশক সানি চি জানিয়েছেন, পশুদের উপরে এই পরীক্ষার সুফল মিলেছে। যা থেকে বোঝা যাচ্ছে এই ওষুধের ক্ষমতা রয়েছে ওই ভাইরাসকে খতম করার।

এই ওষুধ নিষ্ক্রিয় করার ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবডিগুলি ব্যবহার করে, যা মানুষের প্রতিরোধ ক্ষমতা দ্বারা উৎপাদিত হয়।

রবিবার সায়েন্টিফিক জার্নাল সেলে প্রকাশিত গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, অ্যান্টিবডির ব্যবহার করে এই রোগটি সম্ভাব্য চিকিৎসা হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন রোগী।

এখনও পর্যন্ত সারা বিশ্বে ‌করোনায় সংক্রমিত ৪৮ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৩,১৫,০০০।

.