हिंदी में पढ़ें தமிழில் படிக்க Read in English
This Article is From Jun 26, 2019

দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় দুই নতুন প্রধান নিয়োগ সরকারের

সামন্ত গোয়েলকে RAW-এর প্রধান করা হল। পাশাপাশি অরবিন্দ কুমার নিযুক্ত হলেন ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) প্রধান হিসেবে

Advertisement
অল ইন্ডিয়া

সামন্ত গোয়েলকে RAW-এর প্রধান করা হল

নিউ দিল্লি:

বুধবার কেন্দ্রীয় সরকার (Central Government) দেশের দুই গোয়েন্দা সংস্থার নতুন প্রধান নিয়োগ করল। সামন্ত গোয়েলকে RAW-এর প্রধান করা হল। পাশাপাশি অরবিন্দ কুমার নিযুক্ত হলেন ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) প্রধান হিসেবে। সামন্ত এর আগে RAW-এর অপারেশন-ইন-চার্জ ছিলেন। অনিল ধামসেনাকে সরিয়ে এবার তিনি ওই সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত হলেন। অন্যদিকে অরবিন্দ ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর কাশ্মীর ডেস্কে। তিনি রাজীব জৈনকে সরিয়ে সংস্থার প্রধান হলেন। প্রধানমন্ত্রীর দফতরের এক সিনিয়র আধিকারিক NDTV-কে জানিয়েছেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন। এবার এটা প্রধানমন্ত্রীর দফতরে যাবে।'' দু'জনেই ৩০ জুন থেকে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে।

অরবিন্দ ও সামন্ত, দু'জনেই ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস আধিকারিক।

সামন্ত গোয়েল ১৯৯০ সালে দুবাই ও লন্ডনে নিযুক্ত থাকাকালীন তৎকালীন পঞ্জাবের জঙ্গিবাদ দমনে সহায়তা করেছিলেন।  NDTV-কে স্বরাষ্ট্র মন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জান‌ান, ‘‘দুবাই ও লন্ডনে তিনি বাণিজ্য দূত ছিলেন।''

Advertisement

অসম মেঘালয় অঞ্চলের অরবিন্দ কুমার বিহারে সংস্থার প্রধান ছিলেন। তার আগে তিনি সংস্থার প্রশাসন ও তদন্ত শাখার দায়িত্বে ছিলেন দীর্ঘদিন।

Advertisement