This Article is From Jun 19, 2019

সপ্তদশ লোকসভায় নতুন স্পিকার হলেন বিজেপির সাংসদ ওম বিড়লা

রাজস্থানের কোটা থেকে দু’বার জিতেছেন ওম বিড়লা। দলের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশ ঘনিষ্ঠ তিনি।

সপ্তদশ লোকসভায় নতুন স্পিকার হলেন বিজেপির সাংসদ ওম বিড়লা

ওম বিড়লা (Om Birla) আজ সর্বসমতিক্রমে নতুন লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন

নিউ দিল্লি:

বিজেপির বরিষ্ঠ সংসদ সদস্য ওম বিড়লা (Om Birla) আজ সর্বসমতিক্রমে নতুন লোকসভা স্পিকার (new Lok Sabha Speaker) নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) আজ সংসদে নয়া স্পিকার হিসেবে তাঁকে বেছে নেওয়ার জন্য বিষয়টি উত্থাপন করেন। বিরোধী দলগুলি গতকালই তাঁর প্রার্থীপদকে সমর্থন করেন। নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নিজে ওম বিড়লাকে স্পিকারের চেয়ারে নিয়ে যান।

প্রধানমন্ত্রী বলেন, “এটা সংসদের জন্য গর্বের বিষয় এবং আমরা সবাই সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ওম বিড়লা মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি।” 

প্রধানমন্ত্রীর ডাকা দলীয় সভাপতিদের বৈঠক এড়াতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

জনসাধারণের জন্য ওম বিড়লার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আপনি যে কাজ করেছেন, আইন প্রণেতা ও সাংসদ হিসাবে যেভাবে আপনার জীবনের সমস্ত বছরকে জনগণের সুবিধার জন্য উৎসর্গ করেছেন, তা প্রশংসনীয়। রাজস্থানে আপনার অবদান অসীম। কোটার মতো ছোট শহর আপনার অক্লান্ত সেবায় উপকৃত হয়েছে।"

তিনি আরও বলেন, “ওম বিড়লা, শুধু রাজস্থান জনগণের জন্যই নয়, গুজরাটের ভূজ অঞ্চলে ভূমিকম্পের পরে পুনর্গঠনের প্রচেষ্টায় অবদান রেখেছিলেন।”

রাজস্থানের কোটা থেকে তিনবার জিতেছেন ওম বিড়লা। দলের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বেশ ঘনিষ্ঠ তিনি।

.