তামিলনাড়ুর মামাল্লাপুরমে এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন PM Narendra Modi
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) মধ্যে দু'দিনের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের পরে সরকার শনিবার জানিয়েছে যে, বাণিজ্য-বিনিয়োগ ও পরিষেবা নিয়ে আলোচনার জন্য ভারত ও চিন দুই দেশের মধ্যে একটি নতুন প্রক্রিয়া চালু করবে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই চেন্নাইয়ে আশেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপর থেকে এই দুই নেতা একে অপরের সঙ্গে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন।
চেন্নাইয়ের বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বললেন মোদি
কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সচিব বিজয় গোখলে বলেন, "দুই নেতা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে নানা কথা বলেছেন। বাণিজ্য ঘাটতি সম্পর্কেও কথা হয় তাঁদের মধ্যে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের জন্য নতুন একটি ব্যবস্থা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে।"
শি'এর সঙ্গে বৈঠকের আগে মাল্লাপুরমের মনোরম সৈকত সাফাইয়ে প্রধানমন্ত্রী মোদি
বিদেশ সচিব আরও জানান যে ভারত ও চিনের মধ্যেকার এই নতুন এই উদ্যোগের নেতৃত্বে থাকবেন চিনের ভাইস প্রিমিয়ার এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।