தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 28, 2018

ভিডিও: বিমানবন্দরে ছাদ ভাঙা বৃষ্টির জলে স্নান করছে গুয়াহাটির যাত্রীরা

গুয়াহাটির বিমানবন্দরের ছাদ দিয়ে প্রবল বেগে বৃষ্টির জল ঢুকে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement
অফবিট (with inputs from PTI)
গুয়াহাটি:

গুয়াহাটির বিমানবন্দরের ছাদ দিয়ে প্রবল বেগে বৃষ্টির জল ঢুকে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোমবার সন্ধ্যায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের ফলে যাত্রী লাউঞ্জের নতুন করে বানানো জায়গাটিতে প্রবল বেগে জল ঢুকে পড়ে। লোকপ্রিয় গোপীনাথ বড়দলই আন্তর্জাতিক বিমানবন্দরের মালপত্র রাখার এলাকায় এয়ার কন্ডিশনিংএর ভেন্টের মধ্য দিয়ে জল ঢুকে যায়। লাইটের সকেট এবং সিলিং টাইলের ফাঁকের মধ্যে দিয়েও হুড়মুড়িয়ে জল ঢুকে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কীভাবে সকেটের ফাঁক দিয়ে জল প্রবেশ করেছে বিমানবন্দরে।

"আমরা সম্প্রতিই উপরের ছাউনিরর সম্প্রসারণ করেছিলাম। সেই কারণেই হয়ত এই সমস্যা হয়েছে। আমি ঘটনাস্থলেই ছিলাম এবং সঙ্গেসঙ্গেই ব্যবস্থা নিই।”পিটিআইকে বলেন লোকপ্রিয় গোপীনাথের ম্যানেজার পিকে টেইলং।

যাত্রীদের দাবি, তাঁরা বৃষ্টির জলে সম্পূর্ণ ভিজে গিয়েছিলেন এবং সমস্ত ব্যাগপত্র সহ তাঁদের অন্যত্র সরে যেতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের কথায়, জল ঢুকে পড়ায় কোনও যন্ত্রপাতি এমনকি ব্যাগ সার্চ করার মেশিনেরও কোনও ক্ষতি হয়নি।

Advertisement

অনেকে টুইটারের পোস্টে সামরিক বিমান মন্ত্রী জয়ন্ত সিংহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করছেন। 

 

 

"নির্ধারিত ফ্লাইটগুলি গতরাতে স্বাভাবিকভাবেই পরিচালিত হয়েছে", বলেন টেইলং।

Advertisement
Advertisement