Read in English
This Article is From Jul 19, 2018

নতুন 100 টাকার নোট আসছে বাজারে, রয়েছে দারুন চমক

"রিজার্ভ ব্যাঙ্ক থেকে ছাড়া পুরনো 100 টাকার নোটও বাজারে আগের মতোই চলবে", বলে জানানো হয় বিবৃতিটির মাধ্যমে।

Advertisement
অল ইন্ডিয়া

নতুন নোটে থাকবে গুজরাটের ঐতিহ্যবাহী 'রানি কা ভাও' এর ছবি

নিউ দিল্লি:

আবার বাজারে এল নতুন নোট! তবে, এবারে আর ভয় নেই। নতুন এসেছে বলে পুরনোকে বাতিল করা হচ্ছে না! বেগুনী রঙের নতুন 100 টাকার নোট খুব শীঘ্রই বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।  2016 সালে বিমুদ্রাকরণের পর নতুন নকশার আরও বিভিন্ন অঙ্কের নোট বাজারে ছাড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক,  আপাতত তার সাম্প্রতিকতম পদক্ষেপ হল এই নতুন একশো টাকার নোট। নতুন নোটে থাকবে গুজরাটের ঐতিহ্যবাহী 'রানি কা ভাও' এর ছবি। এছাড়াও থাকবে, স্বচ্ছ ভারতের লোগো এবং স্লোগান। 

"নোটটি বেগুনী রঙের হবে। নোটটির দু'পাশেই বিভিন্ন নকশা রয়েছে। নোটটির দৈর্ঘ্য 142 মিলিমিটার আর প্রস্থ 66 মিলিমিটার", একটি বিবৃতি দিয়ে এই কথা জানায় রিজার্ভ ব্যাঙ্ক। 

"রিজার্ভ ব্যাঙ্ক থেকে ছাড়া পুরনো 100 টাকার নোটও বাজারে আগের মতোই চলবে", বলে জানানো হয় বিবৃতিটির মাধ্যমে।

Advertisement


নতুন নোটটির নকশাঃ- 

(সামনে)

1. সি-থ্রু রেজিস্টারের সঙ্গে থাকবে  100 সংখ্যাটি।

Advertisement

2.  100 সংখ্যাটির একটি স্বচ্ছ প্রকাশ।

3.  100 সংখ্যাটি দেবনাগরীতে লেখা।

Advertisement

4. নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি। 

5. ক্ষুদ্র অক্ষরে 'আরবিআই', 'ভারত' (দেবনাগরীতে), '100', 'ইন্ডিয়া' লেখা।

Advertisement

6. 'ভারত' লেখার ওপর নিরাপত্তার জন্য একটি থ্রেড।

7. নোটটির জামিনদার হিসাবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর। মহাত্মা গান্ধীর ছবির ডানদিকে রিজার্ভ ব্যাঙ্কের ছাপ।

Advertisement

8. ডানদিকে অশোক চক্র।

9. মহাত্মা গান্ধীর ছবি এবং  100 সংখ্যাটির ইলেকট্রোটাইপ ওয়াটারমার্ক।

10. উপরের বাঁ-দিক থেকে নিচের ডানদিকে ছোট থেকে বড় হিসাবে নম্বর প্যানেল।

 11. আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিহীনদের জন্য মহাত্মা গান্ধীর প্রতিকৃতি, অশোকচক্রের ছাপ, 100 সংখ্যাটি বিশেষভাবে প্রিন্ট করা।


(পিছনে)

 12. বাঁ-দিকে নোটটি ছাপানোর সাল।

 13. স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান।

 14. ভাষার প্যানেল।

 15. রানি কি ভাও-এর ছাপ।

 16.  দেবনাগরীতে লেখা  100।

Advertisement