প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন সোমেন মিত্র।
কলকাতা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নতুন পদে আসার পরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন কংগ্রেসের সংগঠনকে ‘দুর্বল’ করে তোলার জন্য। তারপর বললেন, তৃণমূলের সঙ্গে জোট হবে কি না, তার সিদ্ধান্ত নেবে পার্টি হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বগ্রহণের পর অনুরাগীদের প্রিয় ‘সোমেনদা’ বলেন, তাঁর এই মুহূর্তের লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে অতি মজবুত করে তোলা। তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য দলের জাতীয় সভাপতি রাহুল গান্ধীকে ধন্যবাদও জানান সোমেন মিত্র। “সামনের লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে দলের সংগঠনকে মজবুত করে তোলাই আমার প্রাথমিক লক্ষ্য। তৃণমূল বারবার আমাদের নির্বাচিত প্রতিনিধিদের দল ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে দুর্বল হয়ে পড়ছে আমাদের দল। তবে, আমরা নিশ্চিত ও আত্মবিশ্বাসী যে, সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে ফের উঠে দাঁড়াবে কংগ্রেস। ভারতীয় রাজনীতির বটগাছ হল কংগ্রেস”, বলেন তিনি।
বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য তৃণমূলের সঙ্গে জোট করা হবে কি না, সেই প্রশ্নের জবাবে সোমেন মিত্র বলেন, এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে দলীয় হাইকম্যান্ড।
“আমি এই ব্যাপারে কথা বলতে পারব না। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভারও আমার ওপর নেই। দলীয় হাইকম্যান্ড যদি আমাদের মতামত জানতে চায়, তবে তা আমরা দেব। আমরা দলের সিদ্ধান্তকে মান্য করি”, বলেন সোমেন।
যদিও এর আগে তৃণমূলের সঙ্গে জোট করে কংগ্রেসকে প্রবলভাবে ভুগতে হয়েছিল বলেও মনে করিয়ে দেন তিনি। তাঁর কথায়, এর আগেও তৃণমূলের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। কিন্তু তাতে কংগ্রেসের কোনও লাভ হয়নি। উল্টে, তৃণমূল আমাদের সংগঠনকে দুর্বল করতে উঠেপড়ে লেগেছিল।
প্রসঙ্গত, গত শতাব্দীর নব্বইয়ের দশকে সোমেন মিত্র ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 2008 সালে তিনি তৃণমূলে যোগ দেন। পরেরবছর ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে সাংসদ হন। যদিও 2014 সালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুমুল অবনতিকে দায়ী করে তৃণমূল ছেড়ে দিয়ে তিনি ফের কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: নতুন পদ নিতে নারাজ অধীর