This Article is From Jul 29, 2019

শহরে এলেন রাজ্যের নয়া রাজ্যপাল জগদীপ ধনকর

৩০ জুলাই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি (Jagdeep Dhankar)।

শহরে এলেন রাজ্যের নয়া রাজ্যপাল জগদীপ ধনকর

জগদীপ ধানকরকে সম্প্রতি পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসাবে নিয়োগ করে কেন্দ্র

কলকাতা:

সোমবার কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল জগদীপ ধানকার (Jagdeep Dhankar)। ৩০ জুলাই রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। কেশরীনাথ ত্রিপাঠীর পর রাজ্যের ২৮ তম রাজ্যপাল হিসাবে শপথ নিতে চলা ধানকারকে (Governor Jagdeep Dhankar) সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্য সচিব মলয় দে এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বীরেন্দ্রও। রাজ্যের নয়া রাজ্যপাল (West Bengal Governor) ধানকারকে রাজ্য সরকারের পক্ষ থেকে গার্ড অফ অনারও দেওয়া হয়। রাজভবনে নয়া রাজ্যপালকে (West Bengal Governor) শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ৩০ জুলাইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। ওই দিন উপস্থিত থাকার কথা বহু সম্মানীয় অতিথি অভ্যাগতদেরও।

রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনকর, শপথগ্রহণ ৩০ জুলাই

সুপ্রিম কোর্টের আইনজীবী ও প্রাক্তন সাংসদ ধানকারকে (Jagdeep Dhankar) রাজ্যের নয়া রাজ্যপাল হিসাবে নিয়োগ করে কেন্দ্র।

নয়া রাজ্যপাল নিয়োগ: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনখার

গত ২০ জুলাই পূর্বতন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় তাঁকে (Governor Jagdeep Dhankar) নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। ওইদিনই বদলানো হয় পশ্চিমবঙ্গের রাজ্যপাল (West Bengal Governor)। কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় নয়া রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয় বিশিষ্ট আইনজীবী তথা জনতা দলের প্রাক্তন বিধায়ক জগদীপ ধনখারকে (Jagdeep Dhankhar) ।

রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর নয়া রাজ্যপাল নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। সেখানে নয়া রাজ্যপাল হচ্ছেন রমেশ ব্যাস (Ramesh Bais)।

 পাশাপাশি নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.