মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত চলছে।
পূর্ব মেদিনীপুর: কন্যাভ্রূণ হত্যার ঘটনা এই দেশে নতুন নয়। কন্যাসন্তানকে এখনও পৃথিবীর আলোতে নিয়ে আসতে চান না বহু মানুষ। তা নিয়ে আন্দোলন হয়েছে প্রচুর। আইনও হয়েছে। তবু, যেন, ভবি কখনওই ভোলবার নয়। পূর্ব মেদিনীপুরের সোফিয়াবাদের এক পরিবারের সদস্যরা সদ্য জন্মানো কন্যাসন্তানকে মেরে তার দেহ ফেলে দিয়েছিল বাড়ির কাছের পুকুরে।
ওই শিশুর দেহ উদ্ধার করার পর পুলিশ তাদের গ্রেফতার করেছে। কয়েকদিন ধরে শিশুটিকে দেখতে না পেয়ে ওই পরিবারের এক প্রতিবেশি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে গতকাল শিশুটির দেহ খুঁজে পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, "এই ঘটনায় শিশুটির বাবা, মা সহ দাদু, ঠাকুমাও জড়িত। তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। এই শিশুটি তার বাবা-মা'র দ্বিতীয় কন্যাসন্তান"।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত চলছে।