Coronavirus: নবজাতকও আক্রান্ত সংক্রমণে
হাইলাইটস
- করোনার হদিশ এবার সদ্যোজাতের শরীরেও
- মা আক্রান্ত হয়েছিলেন নিউমোনিয়ায়
- মায়ের থেকে দূরে রাখা হয়েছে নবজাতককে
London: অবশেষে করোনা ভাইরাসে (coronavirus) আক্রান্ত সদ্যজাতও! খবর, লন্ডনের (London) এক হাসপাতালে খোঁজ মিলেছে নবজাতকের। আপাতত সে-ই এই রোগের সর্বকনিষ্ঠ রোগী। খবর ছড়িয়ে পড়া মাত্র আতঙ্কের মাত্রা ছাড়িয়েছে আরও। এতদিন নানা বয়সের মানুষ এই সংক্রমণে আক্রান্ত হলেও নবজাতকের কথা শোনা যায়নি। ভাইরাসের থাবার থেকে এবার ছাড় পেল না সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুও।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে হারাতে পারেন সাধের চাকরিটিও! করা হচ্ছে আশঙ্কা
সংবাদমাধ্যমে প্রকাশ, নবজাতকের মা সন্দেহজনক নিউমোনিয়া নিয়ে এনফিল্ডের বরো শহরের উত্তর মিডলেক্স হাসপাতালে ভর্তি হন। তার শরীরে করোনার হদিস মিলেছে। তার থেকেই নবজাতকের শরীরে করোনার সমক্রমণ ছড়িয়েছে বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসকেরা।
তবে গর্ভস্থ সন্তানের শরীরে মায়ের সংক্রমণ কী করে ছড়িয়ে যায় সেটিই আপাতত চিকিৎসকদের গবেষণার বিষয়। পাশাপাশি, সদ্যজাতকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পধক্ষেপ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই কারণে মাকে ভর্তি করা হয়েছে অন্য হাসপাতালে। শিশুটিকে মায়ের কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে আরেক হাসপাতালে।
করোনায় আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় মৃত্যু, মারা গেলেন ৬৮ বছরের বৃদ্ধা
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৮ জন। এদের মধ্যে শিশুর সংখ্যা ১০ জন।