This Article is From Feb 27, 2020

জঙ্গলে দেহ উদ্ধার নবজাতকের

মেয়ে হলে এখনও এভাবে নবজাতককে ফেলে রেখে যায় মা-বাবা। ছেলে হওয়ার পরেও কেন পরিত্যক্ত হল সে!

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

জঙ্গলে উদ্ধার সদ্যোজাতর দেহ

মালবাজার:

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার একটি জঙ্গল থেকে মিলল এক নবজাতকের (Newborn) দেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর, বুধবার মালবাজার ব্লকের কুমলাই পঞ্চায়েত এলাকার বনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে মৃত সদ্যোজাত। স্থানীয়রা জানিয়েছেন, সম্ভবত যখন তাকে ফেলে যাওয়া হয় তখনও সে জীবিত ছিল। তারপর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে মাটিতে পড়ে থাকার ফলেই মৃত্যু হয় তার। সাধারণত, মেয়ে হলে এখনও এভাবে নবজাতককে ফেলে রেখে যায় মা-বাবা। ছেলে হওয়ার পরেও কেন পরিত্যক্ত হল সে! প্রশ্ন উঠেছে সবার মনেই।

ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে মালবাজার থানার মর্গে, জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুভাষিশ চক্রবর্তী। নেপথ্যে অন্য কারণ রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement