সৃজা যখন নিউজ পড়ছিলেন, সেই সময় তিনি টিভিতে লাইভ ছিলেন
হাইলাইটস
- সৃজা যখন নিউজ পড়ছিলেন, সেই সময় তিনি টিভিতে লাইভ ছিলেন
- টিভিতে ছবি চলছিল কিন্তু পিছনে সৃজার আওয়াজ আসছিল
- সৃজা সেরা নিউজ অ্যাঙ্কারের পুরস্কার পেতে চলেছেন
নয়াদিল্লি: যারা অফিসে কাজ করেন তারা বেশিরভাগ সময় হয়তো ডেস্ক কিংবা কিউবিক্যালে কাটান আর কাজ করেন যাদের সঙ্গে সেই সহকর্মীরাও বন্ধু হয়ে যায়। অফিসের এই সমস্ত বন্ধুরা শুধু আমাদের সঙ্গে চা বা কফি খেতে যান এমনটা নয়। কখনও কখনও আমাদের বোরিং জীবনে খুশিও নিয়ে আসেন এরা। যদি বিশ্বাস না হয় তাহলে এই খবর পড়ুন ,আপনিও আমাদের সঙ্গে সহমত হবেনই।
আসলে বিখ্যাত মালায়ালাম চ্যানেল নিউজ অ্যাঙ্কার(News Anchor) এবং চিফ সাব-এডিটর সৃজা শ্যাম(Sreeja Shyam) প্রতিদিনের মতো বুলেটিন পড়ছিলেন আর তখনই লাইভ টিভিতে নিজের জীবনের সবথেকে খুশীর খবর পান তিনি।
সৃজা(Sreeja Shyam) যখন নিউজ পড়ছিলেন, সেই সময় তিনি টিভিতে লাইভ ছিলেন আর পড়ছিলেন কেরল সরকার(Kerala Gov) ২০১৯ এ মিডিয়া পুরস্কারের জন্য যাদেরকে নির্বাচিত করেছে তাদের নাম। টেলিপ্রম্পটারে সৃজা যখন নিজের নাম দেখতে পান তখন হতভম্ভ হয়ে যান।
আস্তে আস্তে যখন খবর পড়তে থাকেন তিনি সৃজা বুঝতে পারেন যে তাঁকে বেস্ট নিউজ অ্যাঙ্কার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
টিভিতে ছবি চলছিল কিন্তু পিছনে সৃজার আওয়াজ আসছিল যাতে তিনি যে কতটা খুশি তা বোঝাই যাচ্ছিল। তারপর যখনই ক্যামেরায় আবার সৃজাকে দেখানো হল, নিজের হাসি চাপার চেষ্টা করলেন সৃজা এবং তারপরে দ্বিতীয় খবর পড়তে শুরু করেন।
দ্য নিউজ মিনিটের খবর অনুযায়ী সৃজার সঙ্গে যাঁরা নিউজ ডেস্কে কাজ করেন,তারা যখন জানতে পারেন যে সৃজা সেরা নিউজ অ্যাঙ্কারের(News Anchor) পুরস্কার পেতে চলেছেন তখন তারা সৃজার জন্য সারপ্রাইজ প্ল্যান করে ফেলেন।
আসলে আমরা হয়তো এটাই বলব যে খুব সহজভাবে এই ভালো খবরটা সৃজাকে শোনাতেই পারতেন তার সহকর্মীরা কিন্তু তার সহকর্মীরা তার না করে সারপ্রাইজ প্ল্যান করে ফেলেন। দেখেই বোঝা যাচ্ছে যে, সৃজাও হতচকিত এবং খুশি হয়েছেন। তাই তো বলে, "প্রত্যেকটি বন্ধুই খুব জরুরি।
Click for more
trending news