মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ঘর হারিয়েছেন, তাঁদের পাশে থাকাই এখন প্রথম কাজ
কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গ খোঁড়ার কাজের ফলে, বৌবাজার এলাকায় অনেক বাড়ি ভেঙে পড়েছে, কোনও বাড়িতে বড় ফাটল দেখা গিয়েছে, এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আশ্রয়হীন ৪০০ মানুষকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা একটি মানবিক ইস্যু, এনিয়ে রেলের সমালোচনা থেকে বিরত থাকলেন তিনি। বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা ঘর হারিয়েছেন, তাঁদের পাশে থাকাই এখন প্রথম কাজ। তাঁর কথায়, “দোষারোপ করার সময় নয় এখন। অনেক মানুষ তাঁদের ঘর হারিয়েছেন। এটা সমালোচনা করার সময় নয়। এটা তাঁদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করার সময়”।
মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য ঘরছাড়া শতাধিক মানুষ
কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সুড়ঙ্গ তৈরির কাজের ফলে, বৌবাজার এলাকায় অনেক বাড়ি হয় ভেঙে পড়েছে, নাহলে গভীর ফাটল দেখা গিয়েছে, ফলে ঘরছাড়া হয়েছেন ৪০০ মানুষ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীনেত্রী থাকাকালীন সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি, কারণ, সেগুলি ছিল “বড় ইস্যু”।
শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না। আমরা এমনটা ভাবতেই পারিনি”।
সোমবার বৌবাজার এলাকায় দুর্গত মানুষদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)