This Article is From Apr 08, 2020

লকডাউনের সময় দরিদ্র শিশুদের ভিটামিন-সমৃদ্ধ দুধ সরবরাহের উদ্যোগ কলকাতায়

এই ধরনের দুধ খুব উপকারী। বিশেষ করে যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে।

লকডাউনের সময় দরিদ্র শিশুদের ভিটামিন-সমৃদ্ধ দুধ সরবরাহের উদ্যোগ কলকাতায়

৫২০ জন শিশুকে ওই দুধ সরবরাহ করা হবে। (প্রতীকী)

বস্তি এলাকা ও অনাথ আশ্রমের ৫০০-রও বেশি শিশুকে ভিটামিন-সমৃদ্ধ দুধ খাওয়ার সিদ্ধান্ত নিল এক শিশু অধিকার রক্ষা সংগঠন। বুধবার তারা একথা জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ‘সেভ দ্য চিলড্রেন‌'-এর পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, দারিদ্রসীমার নীচে অবস্থানকারী শিশুদের মধ্যে এই দুধ সরবরাহের দায়িত্বে রয়েছে বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরনের দুধ খুব উপকারী। বিশেষ করে যাদের শরীরে ভিটামিনের অভাব রয়েছে।

আইটিসি লিমিটেড ও ‘সেভ দ্য চিলড্রেন' যুগ্ম ভাবে ওই দুধ সরবরাহের মূল দায়িত্বে। কলকাতার বিভিন্ন দারিদ্রসীমার নীচে অবস্থানকারী এলাকায় মিল্ক ভ্যান গিয়ে ওই দুধ সরবরাহ করবে। সব মিলিয়ে ৫২০ জন শিশুকে ওই দুধ সরবরাহ করা হবে।

আগামী দিনে শিশুর সংখ্যা আরও বাড়ানোর কথা ভাবা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সরবরাহের দায়িত্বে রয়েছে ‘হোপ কলকাতা ফাউন্ডেশন', ‘এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়া'-র মতো স্বেচ্ছাসেবী সংস্থাও।
যাঁরা দুধ সরবার করবেন তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। যতদিন লকডাউন চলবে ততদিন ওই দুধ সরবরাহ করা হবে।

আইটিসির এক মুখপাত্র জানাচ্ছেন, ‘‘ওঁরা আশা করছেন এই পদক্ষেপের দ্বারা ‘আশীর্বাদ স্বস্তি'-র ভিটামিন-এ-সমৃদ্ধ দুধ দরিদ্র শিশুদের কাছে পৌঁছে দিয়ে তাদের শরীরে পুষ্টির অভাবকে দূর করা সম্ভব হবে।''

‘সেভ দ্য চিলড্রেন'-এর এক আধিকারিক অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছেন, ‘‘দুধ শিশুদের দৈনিক আহারের জন্য অপরিহার্য। এর ফলে তারা অসুখের সঙ্গে লড়াই করার শক্তি পাবে। এই প্রচেষ্টাকে আমরা সকলেই সাধুবাদ জানাই।''

একই মত পোষণ করেছেন ‘এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্ডিয়া'-র সাধারণ সম্পাদক সুদর্শন সূচিও। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.