This Article is From Nov 15, 2018

গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অমান্য করে ছট পালন রবীন্দ্র সরোবরে

ছটপুজো উপলক্ষে কয়েক হাজার ভক্ত বুধবার জড়ো হন রবীন্দ্র সরোবরে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে সম্পূর্ণ অমান্য করে ৭৩ একরের জলাশয় জুড়ে পুজোআর্চা করেন এবং বাজি ফাটান।

Advertisement
অল ইন্ডিয়া

ওই অঞ্চলটি ভক্তদের পুজো নিবেদনের উচ্ছ্বাসেই গমগম করছিল

কলকাতা:

ছটপুজো উপলক্ষে কয়েক হাজার ভক্ত বুধবার জড়ো হন রবীন্দ্র সরোবরে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে সম্পূর্ণ অমান্য করে ৭৩ একরের জলাশয় জুড়ে পুজোআর্চা করেন এবং বাজি ফাটান। এই নিয়ে পরপর দু'দিন ঘটল এই ঘটনা। মঙ্গলবার দিনও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা অমান্য করে হাজার হাজার ভক্ত রবীন্দ্র সরোবরের জলে নেমে, তাতে ডুব দিয়ে উদিত ও অস্তামিত সূর্যকে প্রণাম জানান। তার সঙ্গেই ছিল প্রবল জোরে বাজি ফাটানো এবং বিভিন্ন গান বাজানো। পূর্বাঞ্চলের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ ১২ নভেম্বর রাষ্ট্রীয় বিহারি সমাজের দাখিল করা একটি পিটিশন নাকচ করে দেন। যে পিটিশনে এই বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি চাওয়া হয়েছিল। 

পরিবেশবিদ এস এম ঘোষ সংবাদসংস্থা পিটিআইকে জানান, ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবর চত্বরে জড়ো হয়েছিল প্রায় ৩০,০০০ ভক্ত। বুধবার সকালে ওই অঞ্চলটি ভক্তদের পুজো নিবেদনের উচ্ছ্বাসেই গমগম করছিল।

Advertisement