This Article is From Jul 11, 2018

জরায়ুতে মাদক পাচার করতে গিয়ে বিমানবন্দর থেকে ধরা পড়ল এক নাইজেরিয় মহিলা

কলকাতার দমদম বিমানবন্দর থেকে পরশুদিন এক নাইজেরিয় মহিলাকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। অভিনব উপায়ে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল ওই মহিলা

জরায়ুতে মাদক পাচার করতে গিয়ে বিমানবন্দর থেকে ধরা পড়ল এক নাইজেরিয় মহিলা

জিজ্ঞাসাবাদের মুখে সে স্বীকার করে, আরও অনেক মাদক রয়েছে তার শরীরের ভিতর।

কলকাতা:

কলকাতার দমদম বিমানবন্দর থেকে পরশুদিন এক নাইজেরিয় মহিলাকে গ্রেফতার করল নারকোটিক কন্ট্রোল ব্যুরো। অভিনব উপায়ে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল ওই মহিলা। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর এক আধিকারিক জানান, জরায়ুতে করে মাদক পাচার করছিল ওই মহিলা।

ডেভিড ব্লেসিং (30 ) নামের ওই নাইজেরিয় মহিলাকে এনসিবির পূর্বাঞ্চলের গোয়েন্দারা গ্রেফতার করেন অনেক পরিমাণ এলএসডি সহ। মুম্বাই থেকে নেতাজি সুভাষ বিমানবন্দরে পরশু রাতে নামার পরই তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

এলএসডি উদ্ধার করার পর. 12 গ্রাম কোকেনও উদ্ধার করা হয় তার গোপন অঙ্গ থেকে।

জিজ্ঞাসাবাদের মুখে সে স্বীকার করে, আরও অনেক মাদক রয়েছে তার শরীরের ভিতর। যা তার নিজের পক্ষে বের করা সম্ভব নয়।

"আমরা তাকে নিকটবর্তী এক সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে পেটের নিচের অংশে এক্স-রে করাই। সেখান থেকেই ধরা পড়ে তার জরায়ুতে মাদক লুকিয়ে রাখার ঘটনাটি। জরায়ুতে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমেও নিশ্চিত হই আমরা", জানান নারকোটিক কন্ট্রোল ব্যুরোর ওই আধিকারিক।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.