தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 23, 2019

উত্তরপশ্চিম দিল্লির কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৯, আহত ১০

উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ ও ১০ জন আহত হয়েছে

Advertisement
বিনোদন

উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকায় এই ঘটনা ঘটে

নিউদিল্লি :

রবিবার রাত ১২:৩০ নাগাদ রাজধানী সাক্ষী রইল আর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের।  উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ ও ১০ জন আহত হয়েছে। সূত্র থেকে প্রাপ্ত খবরানুসারে, রাত সাড়ে বারোটা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে।

মুম্বইয়ের বহুতলের আগুনে আবাসিকদের আটকে থাকার আশঙ্কা

একটি তিনতলা বিশিষ্ঠ ভবনের নিচতলায় ছিল এই গুদামটি। এই গুদামে আগুন লাগার মতো কোনও সরঞ্জাম ছিল না এবং একটাই রাস্তা দিয়ে ঢোকা ও বাইরে যাওয়ার কাজ চলত।  

Advertisement

চিকিৎসার জন্য আহতদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এবং আশেপাশের অন্যান্য হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।

উত্তর দিল্লির একটি বাড়িতে আগুন লাগায় মৃত ৩ মহিলা, আহত ৪

Advertisement

কিছুদিন আগেই উত্তর দিল্লির জনাকীর্ণ অঞ্চলে লাগেজ তৈরির কারখানায় আগুন লাগার ফলে মারা গিয়েছিলেন অনন্ত ৪৩ জন। সেখানে ভোর পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে, রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির কারখানায় আগুন লাগার ফলে ঘুমিয়ে থাকা শ্রমিকদের মধ্যে বেশির ভাগই মারা গিয়েছিল বলে খবর আসে।  

রাজধানী অগ্নিকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, কমপক্ষে মৃত ৪৩

Advertisement

কারখানাটি খুবই ঘিঞ্জি এলাকায় অবস্থিত, এলাকাটি সরু গলি এবং ভিড়যুক্ত, এই এলাকায় বহু ছোট-ছোট কারখানা গড়ে উঠেছে।  

Advertisement