গুলি চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাইলাইটস
- ন’জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়
- জমি নিয়ে অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড
- মৃতদের মধ্যে চারজন মহিলা
সোনভদ্র: জমি নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ ন'জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সোনভদ্র (Sonbhadra) জেলায়। মৃতদের মধ্যে চারজন মহিলা। সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওই জেলার উভা গ্রামে। সেই গ্রামের প্রধান ৩৬ একর জমি কিনেছিলেন দু'বছর। জমিটি ছিল কৃষিজমি। বুধবার তিনি এবং তাঁর সঙ্গীরা সেখানে যান জমিটি দখল করতে। এরপর গ্রামবাসীরা তাঁদের বাধা দিলে গ্রামপ্রধানের লোকেরা তাঁদের উপরে গুলি চালান বলে অভিযোগ। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক NDTV-কে জানান, ‘‘উভা গ্রামের নির্জন এলাকা ঘোরাওয়ালে এই ঘটনাটি ঘটেছে। এক গ্রামপ্রধান ৯০ বিঘা (৩৬ একর) জমি কেনেন দু'বছর আগে। আজ তিনি তাঁর কিছু সঙ্গীকে সঙ্গে করে ওই জমির দখল নিতে যান। স্থানীয় গ্রামবাসীরা তাঁকে বাধা দেন। এর ফলে ওরা (গ্রাম প্রধানের লোকরা) গুলি চালায়। যার ফলে গুলিবিদ্ধ হয়ে ন'জন গ্রামবাসী নিহত হন। এঁদের মধ্যে চারজন মহিলা।''
মুম্বইয়ে বহুতল ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, রাতভর চলল উদ্ধারকাজ
পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মস্তিষ্কের মৃত্যুর পর অঙ্গদান, মৃত চিন্ময়ের দেহাংশে বাঁচলেন চারজন মানুষ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পেরেছেন। তিনি মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশে সান্ত্বনা জ্ঞাপন করেছেন। তিনি জেলা শাসককে নির্দেশ দিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসা শুরু করার। তিনি রাজ্যের পুলিশ প্রধানকেও নির্দেশ দেন, কেসটির ব্যাপারে ব্যক্তিগত ভাবে নজর দিতে এবং দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তদের গ্রেফতার করতে।