Read in English
This Article is From Sep 19, 2018

এইভাবে ডাউনলোড করুন NIOS D.El.Ed দ্বিতীয় পরীক্ষার অ্যাডমিট কার্ড

D.El.Ed-র দ্বিতীয় পরীক্ষা হবে 25 সেপ্টেম্বর। পরীক্ষার অ্যাডমিট পাওয়া যাচ্ছে NIOS-এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে।

Advertisement
Education

প্রকাশিত হয়েছে NIOS DElEd-র অ্যাডমিট কার্ড, জেনে নিন ডাউনলোড করবেন কীভাবে

Highlights

  • অনলাইনে প্রকাশিত হয়েছে NIOS DElE-র অ্যাডমিট কার্ড
  • D.El.Ed-র হল টিকিট পাওয়া যাচ্ছে nios.ac.in, dled.nios.ac.in-তে
  • ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে NIOS D.El.Ed. পরীক্ষা
New Delhi:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) D.El.Ed –র দ্বিতীয় পরীক্ষার হল টিকিট বা অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে অনলাইনে। সার্ভিসে রয়েছেন অথচ প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন শিক্ষকদের জন্য 25 সেপ্টেম্বর ও তার পর D.El.Ed পরীক্ষা নেবে NIOS। রেজিস্টার্ড প্রার্থীদের জন্য নিজেদের ওয়েবসাইট ও টুইটার হ্যান্ডেলে দ্বিতীয় D.El.Ed পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে NIOS। এটা D.El.Ed-র দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন প্রায় 12 লাখ প্রার্থী। প্রথম পরীক্ষার ফল ঘোষণা হয়েছে 1 সেপ্টেম্বর। পরীক্ষা নেওয়া হয়েছিল মে-জুন মাসে। 
 

কীভাবে ডাউনলোড করবেন NIOS D.El.Ed দ্বিতীয় পরীক্ষার অ্যাডমিট কার্ড

প্রকাশিত হয়েছে NIOS DElEd-র অ্যাডমিট কার্ড 

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট nios.ac.in -এ ভিজিট করুন
  • অথবা সরাসরি যেতে পারেন dled.nios.ac.in সাইটে 
  • এবার হল টিকিট বা অ্যাডমিট কার্ডের জন্য D.El.Ed লিঙ্কে ক্লিক করুন
  • নির্দিষ্ট জায়গায় দিন এনরোলমেন্ট নম্বর ও ডেট অফ বার্থ  

 

D.El.Ed. দ্বিতীয় পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এই বছরের জুলাইয়ে। 

Advertisement

 

NIOS D.El.Ed. দ্বিতীয় পরীক্ষার টাইম টেবল 

 

  • 501 (এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া) : 25 সেপ্টেম্বর
  • 502(পেডাগোগিক প্রসেসেস ইন এলিমেন্টারি স্কুলস) : 26 সেপ্টেম্বর 
  • 503 (লার্নিং ল্যাঙ্গুয়েজেস অ্যাট এলিমেন্টারি লেভেল): 27 সেপ্টেম্বর
  • 504 (লার্নিং মেথমেটিকস অ্যাট এলিমেন্টারি লেভেল): 28 সেপ্টেম্বর
  • 505 (লার্নি এনভায়রনমেন্ট স্টাডিস অ্যাট প্রাইমারি লেভেল): 29 সেপ্টেম্বর

D.El.Ed. দ্বিতীয় পরীক্ষার জন্য যাঁরা এখনও আবেদন করেননি তাঁরা রেজিস্ট্রেশন ফি দিয়ে আবেদন করতে পারেন।


NIOS হল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আধীনে একটি ওয়ার্কিং বডি। প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন শিক্ষক শিক্ষিকাদের প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে সাহায্যের জন্য সংসদে  RTE  অ্যাক্টে সংশোধনী এনে পাশ করানো হয়। সেজন্যই NIOS D.El.Ed পরীক্ষার আয়োজন করা হয়। 
    

Advertisement

শিক্ষা সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন: শিক্ষা

 

Advertisement