এদেশে তাঁকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে সিবিআই।
New Delhi: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির ঘটনায় অভিযুক্ত নীরব মোদি ইউকে-তেই রয়েছেন। সেখানকার আধিকারিকরা সেকথা ভারতকে নিশ্চিত করে জানানোর পর ফের তাঁকে হস্তান্তরের অনুরোধ করেছে সিবিআই।
13,500 কোটি টাকার ওই প্রতারণার ঘটনায় নীরব মোদির আত্মীয় মেহুল চোকসিও অভিযুক্ত।
বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং কেন্দ্রীয় সরকারের তরফে গত মাসে সংসদে জানান, নীরব মোদির মামলাটি ইউকে-তে যাঁরা দেখভাল করছেন তাঁদের কাছে তাঁকে এদেশে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।
বিদেশে পলাতক 29-তম ভারতীয়র নাম নীরব মোদি। এই ধরনের পলাতক ভারতীয়দের এদেশে হস্তান্তরের জন্য 2000 সাল থেকে ইউতে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছে ভারত। কিন্তু, গত 16 বছরে নয় বার ভারতের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে তারা।