নীরব মোদীর (Nirav Modi) জামিনের আবেদন (Bali Plea) খারিজ করল লন্ডনের আদালত। পরবর্তী শুনানি ২৪ মে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। নীরব মোদী (Nirav Modi ) এবং তাঁর মামার বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB Scam) হাজার হাজার কোটি কোটি টাকার ঋণ বাকি রাখার অভিযোগ আছে। কয়েকদিন আগে লন্ডনে গ্রেফতার হন তিনি। লন্ডনের একটি জেলে আছেন তিনি। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া হয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে জামিনের আবেদন খারিজ করলে তদন্ত প্রক্রিয়া ব্যহত হতে পারে। কয়েকদিন আগে মোদীকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায়। দ্য টেলিগ্রাফ পত্রিকায় এই খবর ছাপা হয়েছে। জানা গিয়েছে নতুন করে হীরের ব্যবসা শুরু করেছিলেন তিনি।
বাঁকুড়ার মতো আসানসোলেও মিরাকেল করতে পারবেন মুনমুন?
তবে সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দেননি নীরব। ১৩ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়ে ফেরত ন দিয়ে দেশ ছেড়েছেন মোদী। আর ব্রিটিশ সংবাদপত্রের প্রশ্নের উত্তরও দিলেন না । একটা নয় দুটো নয় মোট ছ'বার প্রশ্ন ফিরিয়ে দিয়েছেন তিনি। প্রশ্ন যাই হোক না কেন তাঁর শুধু একটাই কথা, কোনও মন্তব্য করব না। শুধু যে দেশ ছেড়েছেন তা নয় চেহারাও বদলে গিয়েছে কিছুটা। আগে তাঁর যত ছবি বা ভিডিও সংবাদ মাধ্যমের হাতে এসেছে তার প্রায় প্রতিটিতেই দাড়ি গোঁফ পরিস্কার করে কাটা থাকত। এখন সেখানে গোঁফ রেখেছেন তিনি। তাছাড়া যখন তাঁক্লে দেখতে পাওয়া গেল তখন তাঁর পরনে ছিল একটি দামি জ্যাকেট। জানা গিয়েছে বিনিয়োগকারীর হিসেবে নীরবের ভিসা ইস্যু করা হয়েছিল। সংবাদ পত্রে প্রকাশিত হওয়ার পর স্কটল্যান্ড ইয়ার্ড তাঁকে গ্রেফতার করে। আগেই নীরবের ভারতীয় পাসপোর্ট বাতিল করা হয়েছে। তবে আদৌও নীরবকে ভারতের ফিরিয়ে আনা যাবে কিনা তা ইংল্যান্ডের উপরেই নির্ভর করছে। কারণ ভারতের সঙ্গে এ ব্যাপারে তাদের কোনও চুক্তি নেই। আর চুক্তি না থাকলে কাউকে অন্য দেশে ফেরান হবে কিনা সেটা যে দেশে বিচার প্রক্রিয়া চলছে তার উপর নির্ভর করে।