মার্চ মাসে ইডি নীরবের 36 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে।
হাইলাইটস
- 12, 600 হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদী
- নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হল
- আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে
নিউ দিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 12, 600 হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হল। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ 637 কোটি টাকা। এই দুর্নীতির তদন্ত করা সংস্থাই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কোনও ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন ঘটনার সংখ্যা খুব বেশি নয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। অন্যদিকে এই ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।
সংবাদ মাধ্যমের সামনে মহিলা বিজেপি কর্মীকে মার তৃণমূল নেতার
এর আগে মার্চ মাসে ইডি নীরবের 36 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে অভিযোগ। তাতেই অভিযুক্ত হয়েছেন নীরব এবং তাঁর মামা মেহুল। দুজনেই দেশ ছাড়া। তাঁদের নাগাল পেতে চেষ্টা চালানো হচ্ছে।