தமிழில் படிக்க
This Article is From Oct 01, 2018

নিউ ইয়র্কের বাড়ি সহ নীরব মোদীর 637 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হল

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 12, 600 হাজার  কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হল।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

মার্চ মাসে ইডি নীরবের 36 কোটি টাকার  সম্পত্তি বাজেয়াপ্ত করে।

Highlights

  • 12, 600 হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদী
  • নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হল
  • আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে
নিউ দিল্লি :

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 12, 600 হাজার  কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদীর নিউইয়র্কের বাড়ি এবং বেশ কিছু গয়না বাজেয়াপ্ত হল। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ 637 কোটি টাকা। এই দুর্নীতির তদন্ত করা সংস্থাই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কোনও ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় সংস্থা বিদেশের মাটিতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন ঘটনার সংখ্যা  খুব বেশি নয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। অন্যদিকে এই ঘটনার অন্য অভিযুক্ত আদিত্য নানাবতির নামে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়েছে কেন্দ্র।

সংবাদ মাধ্যমের সামনে মহিলা বিজেপি কর্মীকে মার তৃণমূল নেতার

এর আগে মার্চ মাসে ইডি নীরবের 36 কোটি টাকার  সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বইয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা থেকে হাজার হাজার কোটির দুর্নীতি হয় বলে অভিযোগ। তাতেই অভিযুক্ত হয়েছেন নীরব এবং তাঁর মামা মেহুল।    দুজনেই দেশ ছাড়া। তাঁদের নাগাল পেতে চেষ্টা চালানো হচ্ছে।  

Advertisement

  

 

Advertisement

 

Advertisement