Nirbhaya case: দিল্লির প্রাক্তন পুলিশ প্রধান নীরজ কুমার নির্ভয়া কাণ্ডের কথা স্মরণ করেছেন
হাইলাইটস
- "মানুষ এমন আচরণ করছিলেন যেন আমরাই ধর্ষক", বললেন নীরজ কুমার
- নির্ভয়া কাণ্ডের তদন্তের দায়িত্বে ছিলেন ওই পুলিশ কর্তা
- "কখনোই অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র তোলার কথা মনে হয়নি", বলেন তিনি
নয়া দিল্লি: শুক্রবার তেলেঙ্গানা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ৪ জনেরই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হওয়ায় তোলপাড় গোটা দেশ। কেউ এই ঘটনাকে সমর্থন জানিয়েছেন, কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন। এই এনকাউন্টার নিয়ে মুখ খুলেছেন দিল্লির (Delhi) নির্ভয়া কাণ্ডের সময় ওই ধর্ষণ এবং হত্যা মামলার (Nirbahaya Case) তদন্তকারী, দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার। তিনি (Neeraj Kumar) বলেন, সেই সময় তাঁর উপর অনেক চাপ থাকলেও কখনোই অভিযুক্তদের হত্যার চিন্তা তাঁর মনে আসেনি। নীরজ কুমার স্মরণ করিয়ে দেন যে ২০১২ সালের ডিসেম্বরে যখন নির্ভয়া মামলার খবর পাওয়া যায় তখন মানুষ এমন ভাবে পুলিশ কর্মীদের সঙ্গে আচরণ করছিল যে তাঁরাও যেন "ধর্ষক"।
নির্ভয়াকে ২০১২ সালের ১৬ ডিসেম্বর গণধর্ষণ করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরা। এই ঘটনার নৃশংসতা গোটা দেশকে বিস্মিত করেছিল, যার ফলে দেশ জুড়ে সেই সময় ব্যাপক প্রতিবাদ আন্দোলন হয়।
নীরজ কুমার ফোনে সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "সেই সময় আমাদের উপর অনেক চাপ ছিল, কিন্তু অভিযুক্তদের হত্যার চিন্তা কখনই মাথায় আসেনি।"
‘‘আইন তার কর্তব্য করেছে'': তেলেঙ্গানা এনকাউন্টার প্রসঙ্গে তেলেঙ্গানা পুলিশ
"আমরা বুঝতে পারছিলাম, অভিযুক্তদের পারলে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়ার কথা বলছেন সবাই। কেউ বলেছেন তাঁদের জনগণের হাতে তুলে দিন, কেউ বলছেন তাঁদের গণধোলাই দেওয়া হোক, কিন্তু আমরা বন্দুক হাতে তুলে নিইনি। অবৈধ কিছু করার প্রশ্নই আসে না", বলেন তিনি।
শুক্রবার সকালে হায়দরাবাদে এক মহিলা পশুচিকিৎসককে ধর্ষণ-হত্যা মামলায় ৪ জন অভিযুক্তকে যেভাবে হত্যা করা হয় সেই পরিপ্রেক্ষিতেই ওই মন্তব্য করেন তিনি। একসময় স্পেশাল সেলের যুগ্ম পুলিশ কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করা নীরজ কুমার বলেন, "আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হয়েছে। এই এনকাউন্টারটি ন্যায়সঙ্গত হয়েছে কি না তা জানতে আমাদের আরও অনুসন্ধানের জন্য অপেক্ষা করতে হবে"।
খেলনা কিনে দেওয়ার নাম করে ৯ মাসের শিশুকে নিয়ে গিয়ে ধর্ষণ করলেন কাকা!
তিনি বলেন, "ওই সময়টা (নির্ভয়া তদন্তের সময়) আমার জন্য খুব কঠিন সময় ছিল। আমার সঙ্গেও এমন আচরণ করা হচ্ছিল যেন আমিও একজন ধর্ষক। তবু আমরা আমাদের কাজ করে গেছি"।
"পরে এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত করা হয়েছে এবং তাতে প্রমাণিত হয়েছে যে পুলিশের কোনও দোষ ছিল না। কেননা সেই সময় মানুষ আমাদের রক্ত চাই ছিল, কিন্তু পরে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়", বলেন নীরজ কুমার।