This Article is From Jan 31, 2020

Nirbhaya Case: শনিবার হচ্ছে না ফাঁসি, জানিয়ে দিল দিল্লি আদালত

Nirbhaya Case: দিল্লি আদালত জানিয়েছে, শনিবার ফাঁসি হচ্ছে না ওই অপরাধীদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ফাঁসি দেওয়া যাবে না বলে জানিয়েছে আদালত।

Nirbhaya Case: শনিবার হচ্ছে না ফাঁসি, জানিয়ে দিল দিল্লি আদালত

Nirbhaya Case: আবারও পিছিয়ে গেল ফাঁসি।

নয়াদিল্লি:

আবারও পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) চার অপরাধীর ফাঁসি। শুক্রবার দিল্লি আদালত জানিয়েছে, শনিবার ফাঁসি হচ্ছে না ওই অপরাধীদের (Nirbhaya Convict)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ফাঁসি রদ করল আদালত। অভিযুক্তদের আইনজীবী এপি সিংহ জানিয়েছেন, ‘‘মৃত্যু পরোয়ানা বাতিল করা হয়েছে এবং কোনও নতুন তারিখ দেওয়া হয়নি।'' নির্ভয়ার মা আশা দেবী জানিয়েছেন, অভিযুক্তদের আইনজীবী তাঁকে চ্যালেঞ্জ করেন আদালতে। তিনি সাংবাদিকদের জানান, ‘‘উনি আমাকে চ্যালেঞ্জ করেন। উনি বলেন, কোনও ফাঁসি হবে না।'' ফাঁসির নির্ধারিত দিন‌ের আগের দিন, শুক্রবার নির্ভয়া কাণ্ডের অন্যতম এক অপরাধী পিটিশন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই অপরাধী পবন গুপ্তার দাবি ছিল, ২০১২ সালে ওই অপরাধ করার সময় সে নাবালক ছিল।

অভিযুক্ত বিনয় শর্মার পেশ করা প্রাণভিক্ষার আর্জির কারণেই শুক্রবার ফাঁসির হাত থেকে আপাতত বেঁচে গেল অভিযুক্তরা। এদিন রাষ্ট্রপতি সেটা খারিজ করে দিলেও ফাঁসির জন্য অভিযুক্তদের আরও ১৪ দিন দেওয়ার কথা। এইভাবে চললে ১৩তম দিনে আবারও অন্য এক অভিযুক্ত প্রাণভিক্ষার আর্জি জানাবে।

গত ২২ জানুয়ারি সরকারের পেশ করা পিটিশনে দাবি জানানো হয় আইনের পরিবর্তন করে অভিযুক্তদের আইন নিয়ে খেলা থেকে বিরত করা হোক। // শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে আইন পর্যালোচনা করে দেখা হবে। সরকারের প্রস্তাব, অভিযুক্তদের আইনের সুযোগ নেও?আর সময়সীমা বেঁধে দেওয়া হোক।

শীর্ষ আদালত এই দাবি খারিজ করে দেয়। গত দু'সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার এই দাবি খারিজ করে দিল শীর্ষ আদালত। সে গত সপ্তাহে এই রায়ের পুনর্বিবেচনার দাবি পেশ করেছিল। তাকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বয়স সংক্রান্ত এমন দাবি বারংবার করা যায় না। চার অপরাধীই একাধিক পিটিশন ফাইল করেছিল ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য।

শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা ছিল ওই চারজন— পবন গুপ্তা, মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ও বিনয় শর্মার।

.