This Article is From Dec 04, 2019

Nirbhaya Convict's Mercy Plea: দিল্লি সরকারের আবেদন বিচার খতিয়ে দেখবেন রাষ্ট্রপতি

অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানান, ‘‘আমি মনে করি, এই ধরনের মামলায় কড়া পদক্ষেপ করা দরকার, যাতে এমন কিছু করার আগে অন্য ব্যক্তিরা দশবার ভাবে।’’

Nirbhaya Convict's Mercy Plea: দিল্লি সরকারের আবেদন বিচার খতিয়ে দেখবেন রাষ্ট্রপতি

প্রাণভিক্ষার আর্জির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়াদিল্লি:

২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ মামলায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা (Nirbhaya Convict's Mercy Plea) করেছে এক অপরাধী। দিল্লির অরবিন্দ কেজরিওয়া‌ল সরকারের (Arvind Kejriwal government) তরফে আর্জি জানানো হয়েছে, যেন ওই অপরাধীর আবেদন খারিজ করে দেওয়া হয়। বুধবার কেন্দ্রের তরফে জানিয়েছে তারা এই আর্জি পেয়েছে। ওই তথ্য খতিয়ে দেখে তবেই তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) কাছে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক সিনিয়র কর্মী বলেন, ‘‘দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের পাঠানো প্রাণভিক্ষার আর্জি খারিজ করার ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এসেছে।'' তিনি জানান, এবিষয়ে শেষ কথা বলবেন রাষ্ট্রপতি। ওই ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা। মামলায় চারজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ২৩ বছরের এক তরুণীকে চলন্ত বাসে ধর্ষণ করে তারা। বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি পেশ করেছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব (সংশোধনী) বিল

কয়েক বছর পেরিয়ে গেলেও এখনও দেশবাসীর স্মৃতিতে উজ্জ্বল নির্ভয়া কাণ্ড। যে নৃশংস আচরণ করা হয়েছিল ওই তরুণীর সঙ্গে, তা জেনে শিহরিত হয়েছিল গোটা দেশ। ধর্ষণের কয়েক দিন পর আহত নির্ভয়ার মৃত্যু হয়। দেশজুড়ে ওই অমানবিক ঘটনার প্রতিবাদ শুরু হয়। সকলেই অবিলম্বে দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়।

এক সপ্তাহ আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানান, ‘‘আমি মনে করি, এই ধরনের মামলায় কড়া পদক্ষেপ করা দরকার, যাতে এমন কিছু করার আগে অন্য ব্যক্তিরা দশবার ভাবে। সেই কারণেই দিল্লি সরকার আর্জি জানিয়েছে, রাষ্ট্রপতি যেন এক্ষেত্রে কোনও স্থৈর্য না দেখান।''

এমন ভাবে পাঁচিল টপকানো হয়েছিল যেন লাদেনের আত্মীয় রয়েছে: চিদাম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে অধীর চৌধুরী

পাশাপাশি এই মামলায় অপরাধীদের শাস্তি দিতে দেরি হয়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কয়েক দিন আগে নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিংহ NDTV-কে বলেন, ‘‘আমাদের দেশের আইনে কোনও ঘাটতি নেই। সমস্যা তাদের নিয়ে যারা এগুলি কার্যকর করেন। আমাদের মামলাতেও দেরি হয়েছে প্রশাসনে যাঁরা ছিলেন তাঁদের জন্য।''

জাতীয় মহিলা কমিশনও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আর্জি জানিয়েছে, প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিতে। তারা জানিয়েছে, একমাত্র মৃত্যুদণ্ডই বাকিদের মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধ করতে ভয় দেখাতে পারে। 

.