Read in English
This Article is From Dec 18, 2019

‘‘এক ধাপ কাছে’’: শীর্ষ আদালতের রায়ের পর NDTV-কে বললেন নির্ভয়ার মা

নির্ভয়ার আইনজীবী তুষার মেহতা বলেন, ‘‘এই বিচারে ক্ষমার কোনও জায়গা নেই। ঈশ্বরও লজ্জিত এমন রাক্ষসকে সৃষ্টি করে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by
নয়াদিল্লি:

নির্ভয়া মামলার (Nirbhaya) অন্যতম অপরাধীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্ভয়ার মা আশা দেবী (Asha Devi) NDTV-কে বললেন, তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, ‘‘এটা ভাল এবং আমরা আরও একধাপ এগোলাম।'' শীর্ষ আদালতের রায়দানের কিছুক্ষণের মধ্যেই তিনি একথা জানান। ২০১২ সালের ডিসেম্বরে ২৩ বছরের ডাক্তারির ছাত্রীকে ধর্ষণ ও ভয়ঙ্কর নিগ্রহের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি সাঙ্ঘাতিক জখম নির্ভয়াকে। ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।

নির্ভয়া মামলায় আইনজীবী তুষার মেহতা বলেন, ‘‘এই বিচারে ক্ষমার কোনও জায়গা নেই। ঈশ্বরও লজ্জিত এমন রাক্ষসকে সৃষ্টি করে। কোনও কোনও অপরাধ এমন হয় যেখানে মানবতা কেঁদে ওঠে। এবং এটা তেমনই এক মামলা।''

Advertisement

এদিন শীর্ষ আদালত মামলার অন্যতম অপরাধী অক্ষয়কুমার সিংহর মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করে রায় বহাল রাখে। নির্ভয়ার বাবা বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এমন এক যাত্রার অংশ যা ভয় ও হৃদয়ের যন্ত্রণার... আমরা জানতাম না কী হবে এবং প্রতিটি সেকেন্ড কঠিন ছিল।'' তিনি জানিয়ে দেন, ‘‘আমরা এই যাত্রার শেষে পৌঁছব যখন ওদের ফাঁসিতে ঝোলানো হবে।''

Advertisement

নির্ভয়ার মা আশা দেবী জানিয়েছেন, ‘‘মনে হচ্ছে এটা এবার শেষ হবে। কেবল নির্ভয়ার বাবা-মা'ই অপেক্ষা করছে তা নয়। ভারতের মা ও শিশুরা অপেক্ষা করছে। যারা কষ্ট পেয়েছে তাদেরও মনে হবে তারা ন্যায় পেল।''

Advertisement