This Article is From May 14, 2020

‘‘দরিদ্র, পরিযায়ীদের জন্য অক্লান্ত পরিশ্রম করছি আমরা’’: নির্মলা সীতারামনের সেরা উদ্ধৃতিগুলি

আগামী কয়েক দিন ধরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এদিন ছিল প্রথম সম্মেলন।

‘‘দরিদ্র, পরিযায়ীদের জন্য অক্লান্ত পরিশ্রম করছি আমরা’’: নির্মলা সীতারামনের সেরা উদ্ধৃতিগুলি

বুধবার সাংবাদিক সম্মেলন করলেন নির্মলা সীতারামন‌।

নয়াদিল্লি:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)ঘোষমা ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে কী কী থাকছে সে বিষয়ে আলোচনা করলেন। ২৫ মার্চ থেকে করোনা সংক্রমণের মোকাবিলা করতে দেশব্যাপী লকডাউনের ফ‌লে দেশের অর্থনীতির বেহাল দশা কাটাতেই এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিন ধরে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী। এদিন ছিল প্রথম সম্মেলন। তিনি বলেন, ‘‘আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন আমি এখানে এসে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত প্যাকেজ নিয়ে আপনাদের বিস্তারিত জানাব। বিগত কয়েক দিন ধরে আমরা এর ব্যাখ্যা দেব।''

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। এটি দেশের জিডিপির ১০ শতাংশ। কোভিড-১৯ সংক্রমণের ফলে দেশব্যাপী ৫০ দিনের লকডাউনের ফলে অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলা করতেই এই প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

রইল নির্মলা সীতারামনের সেরা উদ্ধৃতিগুলি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছেন, একটি বিস্তৃত দর্শন। সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বিস্তৃত ও গভীর আলোচনার পরে দৃষ্টিভঙ্গি স্থাপন করা হয়েছে।

এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত অভিযান। ‘আত্মনির্ভর' এই শব্দটা আপনারা আমায় ঘনঘন বলতে শুনবেন।

‘আত্মনির্ভর ভারত' অর্থে এই নয় যে ভারত নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে— তেমনটা হবে না। এটা কেবলই আত্মনির্ভরতার দিকে এবং স্থানীয় ব্র্যান্ড ও ব্যবসার বৃদ্ধির দিকে ফোকাস রাখার বিষয়।

আপনারা শুনেছেন, প্রধানমন্ত্রী বলেছেন এটা দাঁড়িয়ে থাকবে পাঁচটি স্তম্ভের উপরে— অর্থনীতি, পরিকাঠামো, প্রযুক্তি-নির্ভর সিস্টেম, ডেমোগ্রাফি, মেধাভিত্তিক সরবরাহ ব্যবস্থা।

স্থানীয় ব্র্যান্ডকে বিশ্বস্তরে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য।

আমরা অক্লান্ত ভাবে দেশের দরিদ্র, পরিযায়ী শ্রমিক, কৃষক ও ছোট ব্যবসায়ীদের জন্য কাজ করে চলেছি।

২০১৯ সালের জুলাইয়ের পর আমরা এখানে অনেকবার মিলিত হয়েছি। এবং তারপরে এসএমই হস্তক্ষেপের কথা বলার সময়। এবং তারপর কোভিড-১৯ আমাদের সকলের উপরে এসে পড়ার পরেও। এর থেকে বোঝা যায় আপনারা সক্রিয়, সংবেদনশীল, পরামর্শমূলক সরকারের সঙ্গে কাজ করছেন।

প্রধানমন্ত্রী মোদির সরকার শোনে এবং এটি সংবেদনশীল। 

.