নীতীন গড়করি বলেন নির্মল গঙ্গা নিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে
হাইলাইটস
- ২৬০০০ কোটি টাকার প্রকল্পে গঙ্গার কাজ চলছে
- সবেমাত্র ১০ শতাংশ কাজ হয়েছে
- সামনের বছর পর্যন্ত কাজ সম্পূর্ণ শেষ হবে
নাগপুর: ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত গঙ্গা একেবারেই নির্মল হয়ে উঠবে— শনিবার এমনটাই জানিয়ে ‘সরকারি পর্যবেক্ষণের' প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।
তিনি বিজেপি-র এসসি মোর্চাকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
গড়িয়াহাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কাপড়ের দোকান-আবাসনের একাংশ
‘‘২৬০০০ কোটি টাকার প্রকল্পে কাজ চলছে। সবেমাত্র ১০ শতাংশ কাজ হয়েছে। গঙ্গা ধীরে ধীরে নির্মল হচ্ছে। এ বছরের মার্চ পর্যন্ত ৩০ থেকে ৪০ শতাংশ কাজ হয়ে যাবে। সামনের বছর পর্যন্ত কাজ সম্পূর্ণ শেষ হবে। গঙ্গা ১০০ শতাংশ নির্মল হবে।''— বলেন তিনি।
‘‘শুধু গঙ্গাই নয় আমরা এর ৪০টি শাখানদীর জন্যও কাজ করছি।''— বলেন গড়করি। আরও জানান, ৮০০ কোটি টাকা ব্যায়ে যমুনার স্বাস্থ্যোদ্ধারের কাজও চলছে।
বাসের জানলা থেকে মুখ বাড়াতেই ছিন্নভিন্ন মহিলার মুণ্ড
তিনি জানান ২০% অতিরিক্ত জল মুক্ত করা হয়েছে যাতে গঙ্গায় স্রোত সব সময়ে থাকে। তিনি জানান এ বছর জুনেই গঙ্গার জলের স্রোতকে ‘ক্রমাগত' ও ‘স্বচ্ছ' করা যাবে।
‘‘স্বচ্ছ গঙ্গা নিয়ে আমাদের স্বপ্ন সত্যি হবে। এটাই ভালো সরকারি অনুশাসনের পরিচায়ক।''— বলেন এই কেন্দ্রীয় মন্ত্রী।
২০১৫ সালের ১৩ মে সরকার ‘নমামি গঙ্গে' প্রকল্পে অনুমোদন দেয়।
আরও খবর দেখুন এখানে