This Article is From Oct 18, 2018

নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে তৃণমূলের সঙ্গে জোট করবে না কংগ্রেস: খুরশিদ

নিজেদের স্বার্থ  বিসর্জন দিয়ে  তৃণমূলের সঙ্গে জোটের করবে  না কংগ্রেস। কলকাতায় এসে বুধবার একথাই জানালেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদ।

Advertisement
অল ইন্ডিয়া

লোকসভার  নির্বাচনের আগে  বিজেপি বিরোধী দলগুলির একজোট  হওয়া নিয়ে চর্চা চলছে।

Highlights

  • নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে তৃণমূলের সঙ্গে জোটের করবে না কংগ্রেস
  • একথাই জানালেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী সলমন খান
  • তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই জোটের ব্যাপারে তৎপর
কলকাতা:

নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে তৃণমূলের সঙ্গে জোটের করবে না কংগ্রেস। কলকাতায় এসে বুধবার একথাই জানালেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন মন্ত্রী সলমন খুরশিদ। একই সঙ্গে  তিনি জানালেন অন্য কোনও দল এটা করুক সেটাও চায় না কংগ্রেস।

তাছাড়া রাজ্য প্রশাসনের  তরফে কংগ্রেসকে  কোণঠাসা করার  চেষ্টা বন্ধ না  হওয়া  পর্যন্ত জোট নিয়ে  তৃণমূলের সঙ্গে  আলোচনা সম্ভব নয় বলে তিনি মনে  করেন।

লোকসভার  নির্বাচনের আগে  বিজেপি বিরোধী দলগুলির একজোট  হওয়া নিয়ে চর্চা চলছে।  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই জোটের ব্যাপারে তৎপর।  ঠিক এই সময়ই এমন মন্তব্য  করলেন খুরশিদ।     

Advertisement

তৃণমূলের সঙ্গে জোট নিয়ে প্রদেশ কংগ্রেসের মধ্যে ঐক্যমত্তা নেই। একাংশ জোটের পক্ষে থাকলেও বাকিরা চ বিরোধিতা করছেন। সেই অংশের নেতারা বলছেন রাজ্যে কংগ্রেসকে  শেষ করার খেলায়  নেমেছে তৃণমূল।  জোট প্রসঙ্গে এদিন খুরশিদ বলেন, ‘আমরা সকলেই একসঙ্গে  লড়াই করার পক্ষে।

কিন্তু তার  জন্য সকলকে দেওয়া- নেওয়ার মানসিকতায় বিশ্বাস রাখতে হবে। আমরা জোট চাই তারত মানে এই নয় যে নিজেদের  স্বার্থ বিসর্জন দিতে হবে।’  

Advertisement

 মুখ্যমন্ত্রী এ ব্যাপারে প্রথম থেকেই বলছেন রাজ্যু স্তরে জোট হবে কিনা সেই সিদ্ধান্ত হবে সেখানকার পরিস্থিতি বিবেচনা  করে। একই সঙ্গে দলীয় সভা থেকে তৃণমূল সুপ্রিমো জানিয়েদেন এ রাজ্যের সব  আসনেই জিততয়ে চায় তাঁর দল।           

                            

Advertisement

 

Advertisement