This Article is From Aug 27, 2018

মহিলার মৃত্যু, সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট

রানিগঞ্জের এক মহিলার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

মহিলার মৃত্যু, সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট

আগামী তিন মাসের মধ্যে তদন্তে কতটা অগ্রগতি হল সেটা জানাতে হবে সিআইডিকে।       

কলকাতা:

রানিগঞ্জের এক মহিলার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল  কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রানিগঞ্জের গৃহবধু পুস্পা ভালোটিয়ার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। রায় দেওয়ার সময় বিচারপতি জানান সিআইডি তদন্তে ফাঁক থেকে যাচ্ছে। তাই মামলার তদন্তভার গ্রহণ করুক সিবিআই। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে পুলিশ। তাতেই খারিজ হল  সিবিআই তদন্তের আবেদন। দুই বিচারপতি জানিয়ে দিলেন তদন্ত চালাবে সিআইডি। শুধু তাই নয় আগামী তিন মাসের মধ্যে তদন্তে কতটা অগ্রগতি হল সেটাও জানাতে হবে আদালতকে।                                 

গত বছর অক্টোবর মাসে মৃত্যু হয় পুস্পার। তাঁর স্বামীর দাবি তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ময়না তদন্তে দেখা যায় পুস্পার কপালে গুলি লেগেছিল। এখান থেকেই  বাপের বাড়ির দাবি  তাঁকে খুন করা হয়েছে। ঘটনার সিআইডি তদন্ত শুরু হলেও তাতে খশি হননি বাপের বাড়ির সদস্যরা। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মৃতার ভাই গোপাল আগরওয়াল। তাঁর আইনজীবীও শুনানিতে এই ব্যাপারটাই তুলে ধরেন। তিনি বলেন, জ্বলন্ত অবস্থায়  কারও পক্ষে নিজেকে গুলি করা সম্ভব নয়। তিনি আরও বলেন, সিবিআই ছাড়া এই মামলার প্রকৃত তদন্ত হতে পারে না। কিন্তু সেই দাবির  সঙ্গে একমত হলেন না দুই বিচারপতি। তার মানে আগের মতো তদন্ত চালাবে সিআইডি। পরিস্থিতি যা তাতে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা ছাড়া  আর কোনও রাস্তা নেই  মৃতার পরিবারের কাছে।   

.