Read in English
This Article is From Sep 17, 2019

‘‘আমাদের সেনাদের এক বিন্দু রক্তও ব্যর্থ হতে দেব না’’: অমিত শাহ

কংগ্রেস জমানারও তীব্র নিন্দা করেন‌ তিনি (Amit Shah)। জানান বিদেশ নীতির ছায়ায় ঢাকা পড়ে গিয়েছি‌ল জাতীয় সুরক্ষা নীতি।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

অমিত শাহ দাবি করেন, ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নেওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীর শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে।

নয়াদিল্লি:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সরকার ভারতের মাটিতে কোনও রকম লঙ্ঘন সহ্য করবে না। এবং এই ধরনের যে কোনও রকম কাণ্ডের বিরুদ্ধে লড়তে তারা প্রস্তুত। তিনি বলেন, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের (J&k) ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নেওয়ার পর থেকে রাজ্য শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি দাবি করেন, এই ক'দিন কেউ মারা যাননি বা কোনও বুলেট চলেনি এই রাজ্যে। নয়াদিল্লিতে ‘অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন'-এর একটি ইভেন্টে এদিন অংশ নেন অমিত। সেখানেই তিনি এই কথা জানান।

সাতসকালেই টুইটে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন, ‘‘ভারতের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়। এদেশে এক ইঞ্চিও লঙ্ঘন বরদাস্ত করব না। আমরা শক্তিশালী ভাবে এর মোকাবিলা করব। আমাদের সেনাদের এক বিন্দু রক্তও আমরা ব্যর্থ হতে দেব না।''

Advertisement

কংগ্রেস জমানারও তীব্র নিন্দা করেন‌ তিনি। জানান বিদেশ নীতির ছায়ায় ঢাকা পড়ে গিয়েছি‌ল জাতীয় সুরক্ষা নীতি।

"এখন কেন?": ফারুক আবদুল্লাকে নিয়ে কেন্দ্রের পদক্ষেপে কটাক্ষ কপিল সিব্বলের

Advertisement

তিনি বলেন, ‘‘সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের পর বিশ্বের কাছে আমাদের পরিচয় বদলে গিয়েছে। ভারতের শক্তির পরিচয় পেয়েছে বিশ্ব।''

Advertisement