সীতারাম ইয়েচুরি বলেন, পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালট পেপারে করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া, রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা।(ফাইল ছবি)
কলকাতা: লোকসভা নির্বাচনের আবেহই উঠেছিল ইভিএম কারচুপির অভিযোগ। ভোটযন্ত্রে কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ইভিএম বাতিল করে দিয়ে ব্যালট পেপারে ভোট করানোর দাবি উঠেছে। এই পরিস্থিতিতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বললেন, ইভিএম কারচুপির কোনও শক্তপোক্ত প্রমাণ নেই, তবে এর কার্যকারিতা নিয়ে আশঙ্কা রয়েছে। তাঁর মতে, বিষয়টি নিয়ে সমস্ত বড়দলগুলির উচিত আলোচনা করা, এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে, এনিয়ে একটি এক্সপার্ট কমিটি গড়ে তোলার দাবি তোলা যেতে পারে। লোকসভা নির্বাচনে ইভিএমের কার্যকারিতা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল বলে মন্তব্য করেন তিনি।
সিপিআইএমের এই নেতা বলেন, “লোকসভা নির্বাচনে, কর্নাটকে বিজেপি জয়লাভ করে। যদিও এক সপ্তাহের মধ্যে সেখানে ব্যালট পেপারে হওয়া পুরসভা নির্বাচনে জয়লাভ করে কংগ্রেস-জেডিএস জোট। একই ঘটনা যে কোনও জায়গায় হতে পারে”। তাঁর মতে, সংসদের অধিবেশন শেষ হয়ে গেলে, সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে এ নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে, এনিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করার দাবি তোলা যেতে পারে।
সেই বৈঠকে কি তৃণমূল কংগ্রেস যোগ দিতে পারে, সে প্রশ্নের উত্তরে সীতারাম ইয়েচুরি জানান, যে দলই অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চাইবে, সেই দলই বৈঠকে যোগ দিতে পারে।তাঁর কথায়, “সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়াকে কোনওভাবেই রাজনৈতিক জোট বলা যাবে না... তৃণমূলের সঙ্গে কোনও জোট বা সমঝোতার বিষয়টি আমরা আগেই খারিজ করে দিয়েছি”।
সম্প্রতি ইভিএম বাতিল করে দিয়ে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইয়েচুরি বলেন, পশ্চিমবঙ্গে ভোটের সবচেয়ে আগে প্রয়োজন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ। তাঁর কথায়, “তিনি বলছেন, বিজেপি ইভিএমের মাধ্যমে ভোটে রিগিং করেছে। আমরা দেখেছি, তাঁর দল পঞ্চায়েত ভোটে কীভাবে ব্যালট পেপারে রিগিং করেছে”।
সীতারাম ইয়েচুরি বলেন, পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালট পেপারে করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া, রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা।
২১ জুলাইয়ের সমাবেশমঞ্চ থেকে তৃণমূলনেত্রী সাফ জানিয়েছেন, রাজ্যে পঞ্চায়েত ও পুরসভাসহ সমস্ত ভোট ব্যালট পেপার করার ব্যবস্থা করা হবে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)