15 বছর বাদে আজ সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তার আগে নিজস্ব রণকৌশল নিয়ে তৈরি সব পক্ষই
নিউ দিল্লি: দিনটা যে বড় হবে সেটা সবারই জানা। আর সাত সকালেই শুরুটা করে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সব পক্ষের কাছে অনাস্থা প্রস্তাবের উপর শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার অনুরোধ রাখলেন প্রধানমন্ত্রী । বললনে, গোটা দেশ আপনাদের দেখছে। 15 বছর বাদে আজ সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তার আগে নিজস্ব রণকৌশল নিয়ে তৈরি সব পক্ষই।
টুইটে প্রধানমন্ত্রী লেখেন ‘ দেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত সাংসদরা এই দিনটার গুরত্ব বুঝতে পেরে শন্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনা করবেন। দেশের মানুষ এবং সংবিধান প্রণেতাদের প্রতি এটা আমাদের কর্তব্য।
বাদল অধিবেশনের শুরুতেই গৃহীত হয় তেলেগু দেশম পার্টির আনা অনাস্থা প্রস্তাব। সেটিকে সমর্থন করে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল । আজ তা নিয়েই আলোচনা হবে। বিরোধী দলের সাংসদদের বক্তব্য শোনার পর জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এখন এনডিএ – র হাতে আছে 312 জন সাংসদ। 11 টি আসন খালি হওয়ায় এখন সংসদের মোট সদস্য সংখ্যা 533 । তার মানে সরকার টিকিয়ে রাখতে গেলে প্রয়োজন 267 জন সাংসদের সমর্থন। আর সে ব্যাপারে আত্মবিশবাসী বিজেপি।