This Article is From Mar 11, 2020

এ রাজ্যে কোনও করোনা সংক্রামিত রোগী নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে কোনও করোনা সংক্রামিত রোগী নেই। বুধবার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ রাজ্যে কোনও করোনা সংক্রামিত রোগী নেই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে কোনও করোনা সংক্রামিত রোগী নেই। বুধবার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি প্রতীকী)

কলকাতা:

পশ্চিমবঙ্গে কোনও করোনা সংক্রামিত রোগী নেই (No Coronavirus Case in Bengal)। বুধবার স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আশ্বাস দিয়েছেন, সতর্কতা অবলম্বনে যাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের অপর নজরদারি চলছে। কোনওভাবেই যাতে এই ভাইরাসের সংক্রমণ বাংলায় ছড়িয়ে না পড়ে তার জন্য সতর্ক স্বাস্থ্য দফতর ও প্রশাসন। এদিন তিনি (West Bengal Chief Minister) বলেছেন, কাশি ও ঠাণ্ডা নিয়ে ৩ জন বেলেঘাটা আইডি-তে ভর্তি হয়েছেন, কিন্তু তাঁদের মধ্যে কেউ করোনা পজিটিভ নয়। বুধবার সাংবাদিকের তরফে প্রশ্ন করা হয়েছিল, গুজবের জেরে নিম্নগামী মুরগির মাংসের দাম। এই ব্যাপারে সরকারের প্রতিক্রিয়া কী? মুখ্যমন্ত্রী জানান, করোনার সঙ্গে মুরগীর মাংসের কোনও সম্পর্ক নেই। আপনারা এটা প্রচার করুণ। লক্ষ্য রাখুন কেউ যাতে অনিশ্চিত খবর বাজারে না রটায়। আমি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে বলেছি গুজবের জেরে যাতে বাজারে স্থিতি নষ্ট না হয়, সেদিকে নজর দিতে। 

করোনা ভাইরাসের থাবা বাংলাদেশেও, সফর "স্থগিত" করলেন প্রধানমন্ত্রী মোদি

এদিকে, করোনা উপসর্গ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে দু'জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ওই হাসপাতালের এক আধিকারিক জানিয়েছিলেন; ঠাণ্ডা ও কাশি নিয়ে ওই দুই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সফরের ইতিহাস আছে। জানা গিয়েছিল, ওই দু'জনের গলা ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট হাঁতে পেয়েই হাসপাতাল নিশ্চিত ওরা করোনা সংক্রামিত নয়। সেই রিপোর্ট উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গে কোনও করোনা সংক্রামিত রোগী নেই। এমনটাই নবান্ন সূত্রে খবর।

ক্ষমতা দখলে মধ্যপ্রদেশ বিজেপির যুযুধান দুই গোষ্ঠীই সক্রিয়

অপরদিকে, করোনা প্রতিরোধে ফের একবার আজব দাওয়াই দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দীলিপ ঘোষ। তিনি বলেছেন, ভগবানের আশীর্বাদ রয়েছে ভারতবাসীর উপর, তাই করোনা ভাইরাস কিছুই করতে পারবে না, এমনই কথা বলতে শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি বলেন, "বছরভর বিভিন্ন মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করেন দেশের মানুষ, তাই সেই প্রসাদই রক্ষা করবে ওই মারণ ভাইরাস থেকে। পাশাপাশি গোটা বিশ্বের মানুষ যেভাবে করোনা ভাইরাসের আতঙ্কে সিঁটিয়ে আছেন তা নিয়েও ব্যঙ্গ করতে শোনা যায় তাঁকে।

দিলীপ ঘোষ বলেন, যে মানুষ গোটা বিশ্ব জয় করেছে এবং চাঁদে পৌঁছে গেছে, তাঁরাই কিনা এখন ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় গিয়ে বিজেপি সভাপতি বলেন, "যাঁরা চাঁদ-সূর্যে পৌঁছে যাচ্ছে তাঁরা কিনা এখন করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি। আর আমরা একসঙ্গে জল খাচ্ছি। সেই হাতেই প্রসাদ খাচ্ছি। আমাদের কিচ্ছু হবে না। আমাদের ওপর মায়ের আশীর্বাদ রয়েছে। এর থেকে ডেঙ্গু-ম্যালেরিয়ায় বেশি লোক মরে।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.