This Article is From Nov 22, 2018

মেয়র এবং মন্ত্রীত্ব কেউ ছেড়ে দিলে তা তার সমস্যা, দলের কোনও ক্ষতি হবে নাঃ মমতা

রাজ্যের আবাসন ও দমকল মন্ত্রীত্ব আগেই ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। আজ ছেড়ে দিলেন মেয়র পদ।

Advertisement
অল ইন্ডিয়া Posted by
কলকাতা:

রাজ্যের আবাসন ও দমকল মন্ত্রীত্ব আগেই ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। আজ ছেড়ে দিলেন মেয়র পদ। এর ফলে রাজ্যকে কোনও গুরুতর সমস্যার মুখে পড়তে হতে পারে কি না, এই প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  গত মঙ্গলবারই মন্ত্রীত্ব ত্যাগ করেছিলেন শোভন। "কোনও সমস্যা হবে না। সমস্যা হওয়ার তো কথা নয়! কারও যদি অসুবিধা হয় কোনও দায়িত্ব সামলাতে তবে তিনি সেই দায়িত্ব ছেড়ে চলে যেতেই পারেন। সেটা তাঁর সিদ্ধান্ত", কলকাতা পুরসভা বিল ২০১৮ নিয়ে আলোচনা করতে গিয়ে আজ এই কথা জানান মমতা।   রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। 

মেয়র পদ ছাড়লেন শোভন, শহরের নতুন মহানাগরিক হলেন ববি হাকিম

নতুন মেয়র হয়েছেন ববি হাকিম। যদিও, তিনি কাউন্সিলর নন। তবে, আগামী ছ'মাসের মধ্যে তাঁকে কোনও একটি ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতে আসতে হবে। এমনটাই বলা আছে ওই বিলে।

Advertisement


মেয়র পদে কে, উত্তর পাওয়ার আগে পুর-আইন সংশোধনের চিন্তা করছে সরকার

দিলীপ ঘোষের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা তাঁকে বলেন, "আপনাদের দলের  এম জ আকবরও তো পদত্যাগ করেছেন মন্ত্রীত্ব থেকে। আমাদের দলে মোট ১২২ জন কাউন্সিলর রয়েছে। প্রত্যেকেই মেয়র হওয়ার ক্ষমতা রাখে"। 

Advertisement


ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

তিনি দিলীপ ঘোষকে আরও পালটা দিয়ে বলেন, "আপনাদের দলের সভাপতি অমিত শাহ। কেন? দলে আর কোনও যোগ্য লোক নেই আপনাদের!"।

Advertisement

মঙ্গলবার সন্ধেবেলা মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পরই শোভনকে মেয়র পদ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মমতা।

আরও খবর পড়ুন এখানে। 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement