প্লাজমাথেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে বলে জানাল স্বাস্থ্য মন্ত্রক।
করোনা চিকিৎসায় প্লাজমাথেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েচে। এবং তা রোগীর জন্য বিপজ্জনকও হতে পারে। মঙ্গলবার এমনটাই জানাল সরকার। স্বাস্থ্য মন্ত্রকের এক বর্ষীয়ান আধিকারিক মন্ত্রকের দৈনিক বার্তা দেওয়ার সময় জানান, করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমাথেরাপিকে সমর্থনের মতো কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।