This Article is From Jan 12, 2019

একজন ভারতীয় নাগরিকের নামও এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না, আশ্বাস মোদীর

"আমি জানি, এনআরসি নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের৷ কিন্তু, আমি নিশ্চয়তা দিচ্ছি যে, একজন আসল ভারতীয় নাগরিকও এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়বেন না", বলেন মোদী।

একজন ভারতীয় নাগরিকের নামও এনআরসি তালিকা থেকে বাদ পড়বে না, আশ্বাস মোদীর

এই এনআরসির চূড়ান্ত খসড়া তৈরি নিয়ে যা যা তথ্যাদি সংগ্রহ করার ছিল, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৩১ ডিসেম্বরেই।

গুয়াহাটি:

২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য উত্তর-পূর্ব ভারতে প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। যে প্রচারটি শুরু হয় অসমের শিলচর থেকে। বিশাল এক জনসভা করেন সেখানে প্রধানমন্ত্রী। সেই সভাতে নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়েও কথা বলেন তিনি। অবৈধ বাসিন্দাদের রাজ্য থেকে সরিয়ে দেওয়ার বার্তাও দেন। "আমি জানি, এনআরসি নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের৷ কিন্তু, আমি নিশ্চয়তা দিচ্ছি যে, একজন আসল ভারতীয় নাগরিকও এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়বেন না", বলেন তিনি। 

বিরোধীরা ক্ষমতায় এলে একটি 'অসহায়' সরকার পাবে দেশের মানুষ, বললেন মোদী

কিন্তু গত জুলাই মাসে যে ছ'লক্ষ মানুষ নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি যার ফলে তাঁদের নাম বাদ পড়ে গিয়েছিল এনআরসির খসড়া থেকে, তাঁদের কী হবে? প্রশ্ন করেন সমাজকর্মীরা। 

যদিও, এই এনআরসির চূড়ান্ত খসড়া তৈরি নিয়ে যা যা তথ্যাদি সংগ্রহ করার ছিল, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৩১ ডিসেম্বরেই। কিন্তু, তবুও হাজার হাজার অসহায় দরিদ্র মানুষ এখনও নিজেদের নাগরিকত্ব প্রমাণ দিতে না পারায় তীব্র দোলাচলে ভুগছেন। তাঁদের কী হবে, কেউ জানে না।

.