This Article is From Apr 03, 2020

করোনা-মৃতদেহ থেকে সংক্রমণের কোনও ঝুঁকি নেই, জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর

এমনই দাবি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে যেহেতু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তাই সংক্রমণ ছড়ানোর কোনও আশঙ্কা থাকছে না।

করোনা-মৃতদেহ থেকে সংক্রমণের কোনও ঝুঁকি নেই, জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর

প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে করোনায় মৃতদেহের সৎকারে সংক্রমণের কোনও ঝুঁকি নেই।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শেষকৃত্যে (Cremation Of COVID-19 Victims) কোনও সংক্রমণের আশঙ্কা নেই বলে শুক্রবার জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। একটি বিজ্ঞপ্তি জারি করে এই দাবি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে যেহেতু প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তাই সংক্রমণ ছড়ানোর কোনও আশঙ্কা থাকছে না। পাশাপাশি এও বলা হচ্ছে বায়ুবাহিত এই রোগ ছড়ানোর কোনও সম্ভাবনা থাকে না। এটি কেবল আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট থেকে ছড়াতে পারে। ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, ‘‘দেহ দাহ করার সময় ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উদ্ভুত হয়। ওই তাপমাত্রায় ভাইরাস বাঁচতে পারে না। এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি দাহ করার সময় যে ধোঁয়া উৎপন্ন হয় তা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে।''

এছাড়াও জানানো হয়, যদি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয় তা হলে মৃতদেহ থেকে স্বাস্থ্যকর্মী, মৃতের আত্মীয়স্বজন কিংবা লোকালয়ের কারও শরীরে সংক্রমণ ছড়ানোর কোনও রকম সম্ভাবনা নেই।

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু'-এর বিবৃতি উদ্ধৃত করে জানানো হয়, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির শরীর থেকে কোভিড-১৯ সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে বলা রয়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই দেহের সৎকারের আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেই হবে। সেখানে আরও বলা হয়েছে, যদি প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে দেহটি ঠিকমতো রাখা যায় তাহলে ভাইরাস সংক্রমণের কোনও ঝুঁকি নেই।

গত ২৩ মার্চ নিমতলা শ্মশানে করোনা আক্রান্ত মৃতদেহের সৎকারের সময় জনতা-পুলিশ সংঘর্ষ লেগে যায়। জনা সৎকারে বাধা দেয়। পুলিশ ঘণ্টাদুয়েক ধরে বোঝানোর পর দেহ দাহ করা সম্ভব হয়।

কলকাতা পুরসভা করোনা আক্রান্ত মৃতদেহের সৎকারের জন্য দু'টি শ্মশানের ব্যবস্থা করেছে। একটি তোপসিয়াতে। অন্যটি ধাপায়। এছাড়াও বাগমারির একটি কবরখানাতেও শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.